এক্সপ্লোর
আরাধ্যা কাজের ব্যঘাত ঘটালে খুশি হন, জানালেন অমিতাভ
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিতাভ বলেছেন, ‘আরাধ্যা যখন আমার কাজের ডেস্ক নষ্ট করে দেয়, তখন আমার খুব আনন্দ হয়। ও আমার পেন কেড়ে নিয়ে লিখতে চায়। ও আমার ল্যাপটপ নিয়ে খেলা করতেও চায়। সেটা দেখে আমার খুব আনন্দ হয়।’

নয়াদিল্লি: অন্যদের কাছে তারকা হলেও, বাড়িতে একেবারেই সাধারণ মানুষ অমিতাভ বচ্চন। বিশেষ করে নাতনি আরাধ্যার কাছে তিনি ঠাকুর্দা ছাড়া আর কিছুই নন। নাতনির সঙ্গে অমিতাভের সম্পর্ক অত্যন্ত মধুর। নাতনির সব দুষ্টুমিতেই প্রশ্রয় থাকে তার ঠাকুর্দার। বলিউডের শাহেনশা নিজেই এ কথা জানিয়েছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিতাভ বলেছেন, ‘আরাধ্যা যখন আমার কাজের ডেস্ক নষ্ট করে দেয়, তখন আমার খুব আনন্দ হয়। ও আমার পেন কেড়ে নিয়ে লিখতে চায়। ও আমার ল্যাপটপ নিয়ে খেলা করতেও চায়। সেটা দেখে আমার খুব আনন্দ হয়।’ অমিতাভ আরও বলেছেন, ‘আমি নাতি-নাতনিদের সবাইকেই ভালবাসি, তাদের সবসময় প্রশ্রয় দিই। এ বিষয়ে আমি এতটাই কঠোর, ওদের বাবা-মা কিছু বলতে পারে না।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















