এক্সপ্লোর
Advertisement
ভেঙে গেল অনুপ জালোটা-জাসলীন মাথারুর সম্পর্ক!
মুম্বই: সপ্তাহ খানেক আগে ৬৫ বছর বয়সি ভজন শিল্পী অনুপ জালোটা এবং তাঁর ২৮-এর বান্ধবী জাসলীনকে নিয়ে সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। জাসলীনের বাবা মেয়ের এই সম্পর্কের কথা জেনে কিছুটা অবাকই হয়ে যান। এক মডেল আবার দাবি করে বসেন গত বছর অনুপ জালোটার সন্তানও গর্ভে ধারণ করেছিলেন জাসলীন। দুজনে এবারের বিগ বসেও অংশ নেন। আচমকাই জানা গেল, জাসলীনের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন ভজন শিল্পী।
ভাঙনের সূত্রপাত বিগ বস ১২-র মঞ্চেই। সেখানে একটি রাউন্ড খেলা হয়। সেই রাউন্ডে জুটি হিসেবে অনুপের জন্যে জাসলীন কী করতে পারেন বলে জানতে চাওয়া হয়? জাসলীনকে তাঁর মেকআপ ত্যাগ করতে বলা হয়। এছাড়া সমস্ত পোশাকও দিয়ে দিতে বলা হয়। কিছুটা ভাবনাচিন্তার পর জাসলীন তাতে রাজি হন না। তাতেই রাগ অনুপের। তিনি এরপরই জাসলীনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।
যদিও বিগ বসের অন্যান্য প্রতিযোগীরা সম্পর্কটি যাতে না ভাঙে, তারজন্যে সবধরনের চেষ্টা করেছিলেন। কিন্তু ভজন শিল্পী নিজের সিদ্ধান্তে অনড়। এদিকে জাসলীন খুবই ভেঙে পড়েছেন সম্পর্কটি ভেঙে যাওয়ায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
জেলার
Advertisement