এক্সপ্লোর
ঠোঁটে বিতর্কিত অস্ত্রোপচার নিয়ে ফের মুখ খুললেন অনুষ্কা, বললেন আমি নিখুঁত নই

মুম্বই: ২০১৪ সালে করা ঠোঁটে বিতর্কিত অস্ত্রোপচার নিয়ে ফের একবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন অনুষ্কা শর্মা। সেই সময়কার বিতর্কের রেশ টেনে অনুষ্কার চাঁচাছোলা উত্তর, আমি একজন মানুষ, আমি সম্পূর্ণ নিঁখুত নই। ২০১৪ সালে পরিচালক-প্রযোজক কর্ণ জোহরের বিখ্যাত চ্যাট শো কফি উইথ কর্ণ-এ অনুষ্কা আসার পরই এই নিয়ে শুরু হয় নয়া বিতর্ক। শুরু হয় টুটারাইটদের আক্রমণ। বলা হয় ঠোঁটে অস্ত্রোপচার করেছেন অনুষ্কা। এই বিতর্ক প্রসঙ্গে অনুষ্কা সাফাইও দেন, বম্বে ভেলভেট ছবির মেকআপ-এর জন্যে তিনি ঠোঁট বৃদ্ধিকারী একধরনের প্রযুক্তি ব্যবহার করেছিলেন। যার ফলে বেড়ে যায় ঠোঁট। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে অনুষ্কা বলেন, তাঁর কোনও কিছুই লোকানোর নেই। তিনি আরও বলেন, সম্প্রতি তিনি আবার সঠিক মেকআপ পদ্ধতি ব্যবহার করে ঠোঁট বৃদ্ধি করছেন। তাই তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই ফের পরিবর্তন আসবে তাঁর ঠোঁটের গঠনে। তবে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনওভাবেই তিনি কোনও ধরনের অস্ত্রোপচার করেননি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















