Anushka Shetty: রুপোলি পর্দা থেকে দূরে, এবার বড় সিদ্ধান্ত নিলেন 'বাহুবলী'-র নায়িকা অনুষ্কা শেট্টি
Anushka Shetty News: সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা একটি হাতে লেখা নোট শেয়ার করে নিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'নীল আলো ছেড়ে এবার মোমবাতির আলোর দিকে যাচ্ছি'

কলকাতা: ২ বছর হল, বড়পর্দা থেকে দূরে এই দক্ষিণী নায়িকা। অথচ একটা সময়ে বড়পর্দায় দাপিয়ে কাজ করেছেন তিনি। দক্ষিণী অভিনেত্রী হলেও, 'বাহুবলী' সিনেমার হাত ধরে গোটা ভারতের দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। 'বাহুবলী'-র দ্বিতীয় ভাগে নায়িকা হয়েছিলেন তিনি। আর সেই ছবিই তাঁকে পৌঁছে দিয়েছিল গোটা ভারতের দিকে দিকে। তার পরেও একাধিক কাজ করেছেন তিনি। অনুষ্কা শেট্টি (Anushka Shetty)। তবে বেশ কিছুদিন পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। আর এবার সোশ্যাল মিডিয়ায় একটি বড় ঘোষণা করেছেন তিনি। আর তাতে অনুরাগীদের ভীষণই মন খারাপ। অনুষ্কা শেট্টি জানিয়েছেন, তিনি সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিতে চান। খুব তাড়াতাড়িই অবশ্য নতুন গল্প নিয়ে ফিরবেন তিনি।
'নীল আলো ছেড়ে মোমবাতির আলোর দিকে যাচ্ছি..'
সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা একটি হাতে লেখা নোট শেয়ার করে নিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'নীল আলো ছেড়ে এবার মোমবাতির আলোর দিকে যাচ্ছি। কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি। আবার ফিরব কিছু নতুন গল্প নিয়ে, আবার এই জগতের সঙ্গে যুক্ত হব। এমন কিছু খবর নিয়ে আসব যা সবাইকে চমৎকৃত করবে। আবার ভালবাসার গল্প বলব। কাজে মনোযোগ দেব আর খুব তাড়াতাড়িই আপনাদের সঙ্গে দেখা হবে। সবসময়ে হাসিখুশি থাকবেন সবাই। ভালবাসা, অনুষ্কা শেট্টি।' শেষবার অনুষ্কাকে দেখা গিয়েছিল 'ঘাটি' ছবিতে। এই ছবির পরিচালনা করেছিলেন, কৃষ জগরলামুদি। অনুষ্কার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছিলেন বিক্রম প্রভু। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, শোনা যাচ্ছিল, অনুষ্কা শেট্টি নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস (Prabhas)-কে। তাঁদের জুটির জনপ্রিয়তা এতটাই ছিল যে 'বাহুবলী'-র পরে অনেকেই ভেবেছিলেন যে তাঁরা বিয়ে করবেন। তাঁদের জুটি খুব পছন্দ হয়েছিল অনুরাগীদের। এই বিষয়ে অনেক বারই অনুষ্কা শর্মা বলেছেন, তিনি ও প্রভাস ভীষণ ভাল বন্ধু। তবে তিনি কখনও প্রভাসকে বিয়ে করার কথা ভাবেননি। তবে প্রভাসের সঙ্গে বারে বারেই নাম জড়িয়েছে বিভিন্ন বলিউড অভিনেত্রীর। তবে শেষ পর্যন্ত এখনও জানা যায়নি যে প্রভাস শেষমেষ কার গলায় মালা দিচ্ছেন?
View this post on Instagram






















