![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
The Lady Killer Shoot: মানালিতে অর্জুন-ভূমি, শুরু হল 'দ্য লেডি কিলার' ছবির শ্যুটিং
The Lady Killer Shoot News: সোমবার অর্জুন ও ভূমি মানালি পৌঁছে গেছেন। এবং সেখান থেকে বেশ কিছু ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
![The Lady Killer Shoot: মানালিতে অর্জুন-ভূমি, শুরু হল 'দ্য লেডি কিলার' ছবির শ্যুটিং Arjun Kapoor, Bhumi Pednekar in Manali for The Lady Killer shoot, know details The Lady Killer Shoot: মানালিতে অর্জুন-ভূমি, শুরু হল 'দ্য লেডি কিলার' ছবির শ্যুটিং](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/20/4c444278d6193875fb4dc822ada1b88a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অর্জুন কপূর (Arjun Kapoor) ও ভূমি পেডনেকর (Bhumi Pednekar)। আসছে তাঁদের নতুন ছবি 'দ্য লেডি কিলার' (The Lady Killer)। ইতিমধ্যেই শ্যুটিং শুরু হয়েছে এই সাসপেন্স ড্রামার (Suspense Drama)।
শ্য়ুটিং শুরু 'দ্য লেডি কিলার' ছবির
ভূষণ কুমার, কৃষণ কুমার ও শৈলেশ আর সিংহ প্রযোজিত 'দ্য লেডি কিলার' ছবির শ্যুটিং শুরু হল হিমাচল প্রদেশের মানালিতে।
এই প্রথম মানালিতে গেলেন অভিনেতা অর্জুন কপূর। তাঁর মতে সেখানের হিল স্টেশনগুলি একেবারে 'নিখুঁত' ছবির জন্য।
প্রথমবার মানালিতে শ্যুটিং করতে গিয়ে বেশ উচ্ছ্বসিত অর্জুন কপূর। তিনি বলেন, 'মানালিতে শ্যুটিং করতে এবং ঘুরে দেখতে আমি বেশ উচ্ছ্বসিত। আমি শুনেছি এবং দেখলামও যে মানালি অত্যন্ত সুন্দর একটা জায়গা এবং আমি মনে করি এই ধরনের ছবির জন্য মানালি একেবারে পারফেক্ট।'
View this post on Instagram
ভূমির সঙ্গে প্রথমবার অর্জুন
ভূমির সঙ্গে কাজ করার ব্যাপারে অভিনেতা বলেন, 'আমার জীবনের অন্যতম সেরা স্ক্রিপ্ট হতে চলেছে "দ্য লেডি কিলার" এবং ভূমি ও অজয় বহেলের সঙ্গে প্রথমবার কাজ করতে পেরে আমি উত্তেজিত। ওঁদেরকে আরও কাছ থেকে জানতে আগ্রহী আমি।'
View this post on Instagram
সোমবার অর্জুন ও ভূমি মানালি পৌঁছে গেছেন। এবং সেখান থেকে বেশ কিছু ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
আরও পড়ুন: Thar Film Trailer: একসঙ্গে পিতা-পুত্র, প্রকাশ্যে অনিল-হর্ষবর্ধনের 'থর' ছবির ট্রেলার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)