Thar Film Trailer: একসঙ্গে পিতা-পুত্র, প্রকাশ্যে অনিল-হর্ষবর্ধনের 'থর' ছবির ট্রেলার
Thar Film Trailer: রাজ সিংহ চৌধুরীর পরিচালনায় একই ছবিতে কাজ করতে চলেছেন বাবা, ছেলে। রাজস্থানের এক অ্যান্টিক ডিলারের চরিত্রে দেখা যাবে হর্ষবর্ধনকে। স্থানীয় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অনিল কপূরকে।
মুম্বই: বর্ষীয়াণ অভিনেতা অনিল কপূরের (Anil Kapoor) সঙ্গে এবার এক ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁর ছেলে হর্ষবর্ধন কপূরকে (Harsh Varrdhan Kapoor)। আসছে 'নেটফ্লিক্স'-এর (Netflix) নতুন প্রজেক্ট 'থর' (Thar)। এদিন সোশ্যাল মিডিয়ায় সেই সিনেমার অন্দরের ছবি দেখা গেল।
এক ছবিতে অনিল-হর্ষবর্ধন
রাজ সিংহ চৌধুরীর পরিচালনায় একই ছবিতে কাজ করতে চলেছেন অনিল কপূর ও হর্ষবর্ধন কপূর। রাজস্থানের এক অ্যান্টিক ডিলারের চরিত্রে দেখা যাবে হর্ষবর্ধনকে। রাজস্থানের প্রত্যন্ত গ্রামে একের পর এক নৃসংশ হত্যার ঘটনা থেকে তাঁর সফর শুরু। স্থানীয় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অনিল কপূরকে। নাম সুরেখা সিংহ। তিনি এই হত্যালীলার তদন্তভার নেবেন এবং এই ডিলারের ওপর সন্দেহ পড়বে তাঁর।
View this post on Instagram
ছবির ট্রেলার
এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের ইউটিউবে। অনিল কপূরের সঙ্গে সতীশ কৌশিককে পুলিশের চরিত্রে দেখা যাবে। মরুভূমিতে নৃশংস এক খুনের তদন্ত দিয়ে শুরু হচ্ছে ট্রেলার। কয়েক মুহূর্ত পর হর্ষবর্ধনকে দেখা যায় ট্রেলারে।
আরও পড়ুন: Anushka Sharma: ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয়ের আগে বাঙালির পান্তা ভাতে মজলেন অনুষ্কা
বাবা ও ছেলের পারফর্ম্যান্সে উচ্ছ্বসিত দর্শকমহল। একাধিক নেটিজেনের কমেন্টে উপচে পড়ছে প্রশংসা। ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যাবে ফতিমা সানা শেখকেও।