এক্সপ্লোর
'মা' সম্পর্কে আপত্তিকর হেডলাইন! সংবাদপত্রের ওপর ক্ষুব্ধ অর্জুন কপূর

মুম্বই: মা মারা গিয়েছেন কয়েক বছর আগে। আর মাকে নিয়েই সংবাদপত্রে হেডলাইন। তাতে বলা হয়েছে, “তো ইস লিয়ে অর্জুন কপূর কো ছোড় কর চলি গ্যয়ি উনকি ‘মা’…”। প্রচণ্ড অসন্তুষ্ট অর্জুন কপূর এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন টুইটারে। তিনি লেখেন
I don't normally react to what's written about me but for a man who's lost his mother I find this headline highly distasteful & insensitive. pic.twitter.com/s3vq9F7PuM
— Arjun Kapoor (@arjunk26) November 27, 2016
.@arjunk26 Do something about it and set an example so that next time they think twice. Right now, you just gave them more views. That's it.
— The-Lying-Lama (@KyaUkhaadLega) November 28, 2016
সংবাদপত্রটি অবশ্য জানিয়ে দেয়, অর্জুনের মাকে নিয়ে নয়, তারা খবর প্রকাশ করেছে ‘মুবারকান’ ছবিতে তাঁর স্ক্রিন মাকে নিয়ে। অভিনেতার মাকে নিয়ে কোনও হালকা মন্তব্যের উদ্দেশ্য তাদের ছিল না। Story refers 2 @arjunk26 On-Screen 'Maa' & not real mother. 'Maa' is in Inverted commas. Pl read the complete story https://t.co/IDbPtBirVo
— Amar Ujala (@AmarUjalaNews) November 28, 2016
‘মুবারকান’-এ দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন অর্জুন। তবে ছবির চরিত্র নির্বাচন নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। ঠিক ছিল, অমৃতা সিংহ অর্জুনের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু একেবারে শেষে ছবি থেকে সরে দাঁড়ান তিনি। তাঁর জায়গায় এসেছেন রত্না পাঠক শাহ। বিষয়টি নিয়ে ওই হেডলাইন করে সংশ্লিষ্ট সংবাদপত্র। কিন্তু অর্জুনের আপত্তির পর খবরটি অনলাইন এডিশন থেকে সরিয়ে নিয়েছে তারা। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















