Sapna Chaudhary: প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই মামলায় সোমবার আদালতে হাজির থাকার কথা ছিল স্বপ্না চৌধুরীর। কিন্তু তিনি আদালতে হাজিরা দেননি।
মুম্বই: প্রাক্তন 'বিগ বস' (Bigg Boss) প্রতিযোগী এবং জনপ্রিয় নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর (Sapna Chaudhary) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল। একটি নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু সেই অনুষ্ঠানে যাননি, তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সোমবার সেই মামলায় তাঁর আদালতে হাজির থাকার কথা থাকলেও, তিনি হাজির হননি। এমনকি তাঁর আইনজীবীর পক্ষ থেকেও অব্যাহতি চেয়ে কোনও আবেদন জানানো হয়নি। এরপরই স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি-
জানা গিয়েছে, ২০১৮ সালের ১৪ অক্টোবর সাব ইনস্পেক্টর ফিরোজ খান একটি এফআইআর দায়ের করেন। আশায়ানা পুলিশ স্টেশনে সেই অভিযোগ দায়ের করা হয়। ২০১৮ সালের ১৩ অক্টোবর স্মৃতি উপভানে একটি নাচের অনুষ্ঠান ছিল। দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত সেই অনুষ্ঠান হওয়ার ছিল। অনলাইন এবং অফলাইনে টিকিটও বিক্রি হয়। টিকিটের মূল্য ছিল ৩০০ টাকা করে। হাজারেরও বেশি মানুষ স্বপ্না চৌধুরীর পারফরম্যান্স দেখতে টিকিট কেটে আসেন। কিন্তু স্বপ্না চৌধুরী না আসায়, তাঁরা ক্ষুব্ধ হন। টিকিটের টাকাও ফেরত চান। সেই অনুষ্ঠানে আসার জন্য অনুষ্ঠানের আয়োজকদের কাছ থেকে দাবি মতো টাকা নেন স্বপ্না। কিন্তু তিনি হাজির হননি। এমনকি পারিশ্রমিকের নেওয়া টাকাও তিনি ফেরত দেননি। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সেলিব্রিটি ম্যানেজমেন্ট কোম্পানির পক্ষ থেকে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই মামলায় সোমবার আদালতে হাজির থাকার কথা ছিল স্বপ্না চৌধুরীর। কিন্তু তিনি আদালতে হাজিরা দেননি। এমনকি অব্যাহতি চেয়ে তাঁর আইনজীবীর পক্ষ থেকেও কোনও আবেদন জানানো হয়নি। আর এরপরই আদালতের পক্ষ থেকে স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। প্রসঙ্গত, গত বছরও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু তিনি আদালতে হাজিরা দিয়ে জামিন নেন। জানা যাচ্ছে, আগামী ৩০ সেপ্টেম্বর লখনউ আদালতে ফের হাজির হওয়ার কথা স্বপ্না চৌধুরীর।
আরও পড়ুন - Brahmastra Part 2: রণবীর-আলিয়া ছাড়াও 'ব্রহ্মাস্ত্র টু'তে দেখা মিলবে বলিউডের এই তারকা দম্পতির
খুব অল্প বয়স থেকেই পারিবারিক আর্থিক অনটন কাটানোর জন্য নৃত্য পরিবেশন শুরু করেন স্বপ্না চৌধুরী। ২০০৮ সালে তাঁর বাবা মারা যান। তারপরই তাঁদের পরিবারে আর্থিক সমস্যা দেখা দেয়। সেই অবস্থা কাটানোর জন্য রোজগার করতে শুরু করেন। শুধু নাচই নয়, গানেও দক্ষ স্বপ্না। হরিয়ানার একজন জনপ্রিয় তারকা তিনি। ২০২০ সালে গায়ক বীর সাহুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বপ্না। তাঁদের একটি সন্তানও রয়েছে।