এক্সপ্লোর
‘এডিএইচএম’-এর টিজার দেখে অভিষেকের কোন বলিউডি বন্ধু ফের অ্যাশের প্রেমে পড়লেন? দেখুন

মুম্বই: অভিষেক বচ্চনের এই বলিউডি বন্ধুর যদিও সম্প্রতি বিয়ে হয়েছে, কিন্তু কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজার দেখে তিনি উপলব্ধি করেছেন, তিনিও নতুন করে পছন্দ করা শুরু করেছেন ঐশ্বর্য রাই বচ্চনকে। অভিষেককে আবার সেকথা টুইট করেও জানিয়েছেন প্রীতি জিন্টা।
প্রীতি-অভিষেকের টুইট দেখে তাঁদের অনেক ভক্ত টুইটারাইটরাও সেই আলোচনায় অংশ নিয়েছেন। এই সুযোগে অনেকে ঐশ্বর্যর প্রশংসা করতেও ছাড়েননি।
আবার অনেকে প্রীতি-অ্যাশের নতুন এই বন্ধুত্বকে সমর্থন করেছেন। তবে অভিষেকের টুইট থেকে স্পষ্ট তিনি কোনও অবস্থাতেই তাঁর স্ত্রী ঐশ্বর্যকে ছাড়তে রাজি নন। নবছর হয়ে গেল তাঁদের বিয়ে হয়েছে। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে।
তবে সঙ্গে সঙ্গে জবাবও পেয়েছেন জুনিয়র বচ্চনের থেকে।Hey @juniorbachchan Happy Ganesh Chaturthi???? I'm watching the #Aedilhaimushkil promo in a loop & I think I have a girl crush on Ash???? #bachaao
— Preity zinta (@realpreityzinta) September 5, 2016
প্রীতি-অভিষেকের টুইট দেখে তাঁদের অনেক ভক্ত টুইটারাইটরাও সেই আলোচনায় অংশ নিয়েছেন। এই সুযোগে অনেকে ঐশ্বর্যর প্রশংসা করতেও ছাড়েননি।
আবার অনেকে প্রীতি-অ্যাশের নতুন এই বন্ধুত্বকে সমর্থন করেছেন। তবে অভিষেকের টুইট থেকে স্পষ্ট তিনি কোনও অবস্থাতেই তাঁর স্ত্রী ঐশ্বর্যকে ছাড়তে রাজি নন। নবছর হয়ে গেল তাঁদের বিয়ে হয়েছে। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















