কলকাতা: গত কয়েকবছর ধরে 'মিটু' (Metoo) যেমন বহু মহিলাদের প্রতিবাদের ভাষা দিয়েছে, বলার সাহস দিয়েছে.. কিন্তু তার পিছনে পড়ে থাকে কী কী গল্প? সত্যিই কি সবসময় অভিযোগের ভিত্তি থাকে নাকি নিছক কাউকে ফাঁসানোর কারণেই সাহায্য় নেওয়া হয় 'মিটু' -র? সেই দোটানাকেই এবার পর্দায় ফুটিয়ে তুলবে ওয়েব সিরিজ 'নষ্টনীড়' (Nostoneer)। 


অদিতি রায়ের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ। মুখ্যভূমিকায় দেখা যাবে সন্দীপ্তা সেন (Sandipta Sen)-কে। তিনি ছাড়াও এই ওয়েব সিরিজের অন্যান্য ভূমিকায় রয়েছেন, সৌম্য বন্দ্যোপাধ্যায় (Soumya Banerjee), অঙ্গনা রায় (Angana Roy), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) ও রুকমা রায় (Rooqma Ray)। আজ মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার। 


বিবাহিত জীবন, সুখের সংসার... সব নিয়ে দিব্যি কাটছিল নায়িকা অপর্ণার সংসার। স্বামীর সঙ্গে সুসম্পর্ক, সংসার আর বুটিক দুইই সামলানো... এক ঝলকে অপর্ণা যেন পারফেক্ট। কিন্তু হঠাৎ যেন তাঁর সংসারে ঝড় তোলে 'মিটু' (Metoo)-র অভিযোগ। অধ্যাপক স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন তাঁরই কলেজের এক মহিলা। পুলিশ এসে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় অপর্ণার স্বামীকে। 


কিন্তু সত্যিই কি এমন একটি ঘটনা ঘটিয়েছে ঋষভ? নাকি শুধু তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে? সেই উত্তর কী আদৌ খুঁজে পাবে অপর্ণা? সেই উত্তর মিলবে সিরিজের গল্পে। 


এই সিরিজটি সম্পর্কে সন্দীপ্তা বলছেন, 'এই সিরিজটা আমার কাছে স্বপ্নের। একজন অভিনেত্রী হিসেবে আমি সবসময় চাই একটা শক্তিশালী চরিত্রকে ফুটিয়ে তুলতে। এই সিরিজের নিজের লুকটা নিয়ে আমি খুব আগ্রহী। এর আগে আমি যা যা অভিনয় করেছি, তার থেকে নষ্টনীড়ের লুকটা এক্কেবারে আলাদা। সাধারণ এক গৃহবধূর যে অসাধারণ লড়াইয়ের কথা এই সিরিজ বলবে, আশা করি মানুষ খুব সহজেই তার সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলতে পারবেন। এই লুকে আমায় কেমন দেখতে লাগছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল ওই লুকে অপর্ণাকে কেমন মানিয়েছে, সে কেমন ব্যবহার করছে। আমার জন্য অপর্ণা একটা ভীষণ চ্যালেঞ্জিং চরিত্র আর অপর্ণা হয়ে সবাইকে গল্প বলার জন্য আমি অপেক্ষায় রয়েছি।'


সিরিজের পরিচালক অদিতি বলছেন, 'যে গল্প সমাজের একেবারে শিকড়কে নাড়া দিয়ে যাবে, তেমন একটা গল্প বলার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। গোটা দুনিয়া হ্যাশট্যাগ মিটু-র ফলাফল দেখেছে। কিন্তু এই মুভমেন্ট সমাজের ঘরে ঘরে ঠিক কী প্রভাব ফেলেছে সেটাই তুলে ধরবে আমার এই সিরিজ। নষ্টনীড়ে অপর্ণার সফরের মধ্যে দিয়ে তুলে ধরা হবে ভাল মন্দ সমস্ত দিকই।'


'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে এই সিরিজ মুক্তি পাবে ৯ জুন।


 


আরও পড়ুন: WHO: এখানেই শেষ ভাবলে ভুল হবে, পরবর্তী আতিমারি হবে আরও ভয়ঙ্কর, সতর্ক করল WHO


আরও পড়ুন: Jamai Sasthi 2023 : শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা