Bhool Bhulaiya 3: 'ভুলভুলাইয়া ৩'-তে ফিরছেন কার্তিক আরিয়ান, গা ছমছমে টিজারে ঘোষণা
Kartik Aryaan in Bhool Bhulaiya 3: আজ ইনস্টাগ্রামে কার্তিক আরিয়ান শেয়ার করে নিয়েছেন 'ভুলভুলাইয়া ৩'-র টিজার। সঙ্গে জানিয়েছেন, এই ছবি মুক্তি পাবে ২০২৪ সালের দীপাবলিতে
![Bhool Bhulaiya 3: 'ভুলভুলাইয়া ৩'-তে ফিরছেন কার্তিক আরিয়ান, গা ছমছমে টিজারে ঘোষণা Bhool Bhulaiya 3: Kartik Aaryan to return as Rooh Baba in 'Bhool Bhulaiyaa 3', teaser out now, know in details Bhool Bhulaiya 3: 'ভুলভুলাইয়া ৩'-তে ফিরছেন কার্তিক আরিয়ান, গা ছমছমে টিজারে ঘোষণা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/a8ff565d9a0f7de6e3d318824fa12456167768707270249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: 'কি ভাবছেন.. গল্প শেষ হয়ে গিয়েছে? দরজা বন্ধ হয় তো আবার খোলার জন্যই...' গা ছমছমে ঝলকে এল নতুন খবর। মুক্তি পেল 'ভুলভুলাইয়া ৩' (Bhool Bhulaiya 3) ছবির টিজার। আর এই ছবিতেও মুখ্যভূমিকায় রইলেন কার্তিক আরিয়ান (Kartik Ariyaan)। এই ছবিতেও কার্তিককে দেখা যাবে 'রুহ বাবা' (Rooh Baba)-র চরিত্রে।
আজ ইনস্টাগ্রামে কার্তিক আরিয়ান শেয়ার করে নিয়েছেন 'ভুলভুলাইয়া ৩'-র টিজার। সঙ্গে জানিয়েছেন, এই ছবি মুক্তি পাবে ২০২৪ সালের দীপাবলিতে। ৫৭ সেকেন্ডের এই ট্রেলার বেশ গা ছমছমে। ট্রেলারে শোনা গেল অরিজিৎ সিংহের কন্ঠে 'আমি যে তোমার' গানও। তবে এই ছবিতে আর কোন অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে, সেই খবর এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: Kangan Ranaut: বিরতির পর আবারও 'চন্দ্রমুখী ২'-এর শ্য়ুটিং-এ ফিরলেন কঙ্গনা
এই টিজার দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। অনেকেই লিখেছেন, 'এইবছর দীপাবলি রুহ বাবার সঙ্গে উদযাপন করব।' অনেকে আবার প্রকাশ করেছেন আনন্দ। ২০২২ সালে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী অভিনীত ছবি 'ভুল ভুলাইয়া ২' বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছিল।
অন্যদিকে, ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'শেহজাদা'। ফের বড়পর্দায় জুটি বেঁধেছেন কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন (Kriti Sanon)। তথ্য অনুযায়ী, প্রথম দিনে এই ছবি ৭ কোটি টাকার ব্যবসা করেছে মাত্র। কার্তিক আরিয়ানের নিজের সেরা প্রথম দিনের ব্যবসা করা ছবি 'ভুল ভুলাইয়া ২'-এর থেকে বহু পিছনে রয়ে গেল এই ছবি। রোহিত ধবনের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)