এক্সপ্লোর
Advertisement
ভূমি পেডনেকর ও হংসিকা মোটওয়ানি, হলুদ পোশাক কাকে বেশি মানাচ্ছে?
কাকে হলুদ পোশাক পরে বেশি ভাল লাগছে, সেটা নিয়ে এই দুই অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে তর্ক শুরু হয়েছে।
নয়াদিল্লি: ভূমি পেডনেকর ও হংসিকা মোটওয়ানি, এই দুই অভিনেত্রীই বেশ জনপ্রিয়। তাঁরা দু’জনই পোশাকের বিষয়ে অত্যন্ত সচেতন। শাড়ি থেকে শুরু করে লং ম্যাক্সি গাউন, সব পোশাকেই ভূমিকে দুর্দান্ত দেখতে লাগে। একইভাবে হংসিকাও সব পোশাকের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে জানেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় হলুদ গাউন পরে তোলা ছবি পোস্ট করেন ভূমি। একইভাবে হংসিকাও হলুদ পোশাক পরে তোলা ছবি পোস্ট করেন। কাকে হলুদ পোশাক পরে বেশি ভাল লাগছে, সেটা নিয়ে এই দুই অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে তর্ক শুরু হয়েছে।
ভূমি পরেন লম্বা ফ্লোরাল প্রিন্টের পোশাক। এর সঙ্গে তিনি পরেন একজোড়া ঝুমকো। অত্যন্ত হাল্কা মেকআপেও তাঁকে সুন্দর দেখতে লাগছে। কপালে ছোট্ট টিপ তাঁর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। তাঁর খোলা চুল গাউনের মতোই মাথার দু’পাশে ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, হংসিকা পরেছেন হাল্কা হলুদ রঙের ম্যাক্সি ড্রেস। এর উপর তিনি কোমরে জড়িয়েছেন বাদামি রঙের বেল্ট, যা তাঁর পোশাকের আকর্ষণ বাড়িয়েছে। তাঁর কানে একজোড়া সোনার দুল। এই অভিনেত্রীর পায়ে হিল জুতো।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement