এক্সপ্লোর
বিটকয়েনে বিনিয়োগ করেন বিগ বি, ৩ বছরে হয়েছিল ১০০ মিলিয়ন ডলার, লাভ নিঃশেষ কয়েকদিনের মধ্যে

মুম্বই: শুধু সাধারণ মানুষ নন, বিটকয়েন নিয়ে পাগলামিতে আক্রান্ত হয়েছেন সেলেবরাও। যেমন ধরুন অমিতাভ বচ্চন। বিটকয়েনে তাঁর বিনিয়োগ লাভের সিঁড়ি বেয়ে চড়চড়িয়ে হয়েছিল ১০০ মিলিয়ন ডলার। কিন্তু গোটা লাভই ৩ দিনে নিঃশেষে ধুয়ে মুছে গিয়েছে। বিটকয়েনের ভার্চুয়াল দুনিয়ায় সুখের মূহুর্ত বড়ই ক্ষণস্থায়ী। বিগ বি-ই বোধহয় এ দেশে প্রথম বিখ্যাত নাম যিনি বিটকয়েনে বিনিয়োগ করেছিলেন। তাও আজ নয়। অন্তত ৩-৪ বছর আগে অল্প কিছু অর্থ এর পিছনে খরচ করেন তিনি। হায়দরাবাদের স্ট্যাম্পেড ক্যাপিটাল নামে একটি সংস্থার মাধ্যমে হয় তাঁর এই বিনিয়োগ। ২০১৪-র জুনে তাঁর ওই সংস্থায় বিনিয়োগ ছিল ৩.৩৯ শতাংশ, সে সময়ের শেয়ার মূল্যের হিসেবে ৯ কোটি টাকা। স্ট্যাম্পেড ক্যাপিটালের শেয়ারের দাম এ রকম আকাশছোঁয়া হওয়ার কারণ তাদের অধীনস্থ একটি সংস্থার মার্কিন নাসডাক এক্সচেঞ্জে জায়গা পাওয়া। মাত্র ২ দিনে সূচক ২,৫০০ পয়েন্ট বেড়ে যাওয়ায় অমিতাভ ও তাঁর ছেলে অভিষেক বচ্চনের অল্প শেয়ারের দামও চড়চড়িয়ে বেড়ে যায়। কিন্তু তারপর অনিশ্চয়তার বাজারে অর্ধেক হয়ে যায় শেয়ারের দাম। ৯ কোটি থেকে কমে এসে বিগ বির শেয়ারের মূল্যও এখন অর্ধেক ৪.৭ কোটি টাকা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















