'Murder Mubarak': সারা-করিশ্মার সঙ্গে 'মার্ডার মুবারক' ছবির কাস্টে যোগ দিলেন টিসকা চোপড়া
Tisca Chopra: টিসকা চোপড়াকে সম্প্রতি দেখা গিয়েছিল 'দহন' ছবিতে। থ্রিলার ঘরানার এই সিরিজ দেখা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। দর্শকের থেকে প্রশংসাও পায় এই সিরিজ।
নয়াদিল্লি: 'মার্ডার মুবারক' (Murder Mubarak) ছবির কাস্টে নতুন সংযোজন। দীনেশ বিজনের (Dinesh Vijan) প্রযোজনায় তৈরি আসন্ন ছবিতে দেখা যাবে অভিনেত্রী টিসকা চোপড়াকেও (Tisca Chopra)। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সুখবর দিলেন অভিনেত্রী।
'মার্ডার মুবারক' ছবির কাস্টে নয়া সংযোজন
মঙ্গলবার, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করেন টিসকা চোপড়া। তিনি লেখেন, 'এবং শুরু হল... একটা নতুন গল্প, যাপনের জন্য নতুন জীবন এবং অজস্র নতুন বন্ধু... শুভেচ্ছা জানাও।'
ছবিতে দেখা যাচ্ছে 'তারে জমিন পর' অভিনেত্রীর হাতে সিনেমার নাম লেখা ক্ল্যাপবোর্ড। হোমি আদাজানিয়া (Homi Adajania) পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে সারা আলি খান ও করিশ্মা কপূর রয়েছেন, সেই খবর মিলেছিল আগেই।
টিসকা চোপড়া ছবি শেয়ার করার পরই অনুরাগীদের শুভেচ্ছাবার্তা। অভিনেত্রীর পোস্ট থেকে মনে করা হচ্ছে ছবিতে দেখতে পাওয়া যাবে কুণাল খেমু, পঙ্কজ ত্রিপাঠী, ডিম্পল কপাডিয়া, সঞ্জয় কপূর ও বিজয় ভার্মাকেও। ছবি মুক্তির অফিসিয়াল তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
অন্যদিকে, টিসকা চোপড়াকে সম্প্রতি দেখা গিয়েছিল 'দহন' ছবিতে। থ্রিলার ঘরানার এই সিরিজ দেখা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। দর্শকের থেকে প্রশংসাও পায় এই সিরিজ।
অন্যদিকে, সারা আলি খানকে দেখা যাবে লক্ষ্মণ উতেকরের পরবর্তী ছবিতে। ছবির নাম এখনও নিশ্চিত হয়নি। সারার বিপরীতে অভিনয় করবেন ভিকি কৌশল। এছাড়া তাঁর হাতে রয়েছে 'গ্যাসলাইট' বিক্রান্ত মেসি, চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে। রয়েছে কর্ণ জোহরের 'অ্যায় বতন মেরে বতন'। সেখানে তাঁকে স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় দেখা যাবে। ১৯৪২ সালের 'ভারত ছাড়ো আন্দোলন'-এর ওপর নির্ভর করে তৈরি হচ্ছে এই ছবি।
যদি করিশ্মা কপূরের কথা বলা হয়, তাহলে অভিনেত্রীকে দেখা যাবে ড্রামা সিরিজ 'ব্রাউন'-এ। অভিনয় দেও পরিচালিত সিরিজ এটি। মদ্যপ পুলিশ অফিসার রীতা ব্রাউন ও এক তরুণীর মৃত্যুর রহস্যের কিনারা করা নিয়ে তৈরি সিরিজটি।
আরও পড়ুন: Avatar 2 OTT: 'অবতার' অনুরাগীদের জন্য সুখবর, ওটিটিতে আসছে জেমস ক্যামেরনের ছবি
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে শোনা যায়, হোমি আদজানিয়ার পরবর্তী প্রজেক্টে জুটি বাঁধতে দেখা যাবে সারা আলি খান ও অর্জুন কপূর (Arjun Kapoor)-কে। সূত্রের খবর, অর্জুন কপূরের সঙ্গে কথা বলার পর তিনি সারা আলি খানের কাছে প্রস্তাব নিয়ে যান। 'ককটেল' (Cocktail), 'অংরেজি মিডিয়াম' (Angrezi Medium), 'রাবতা'র (Raabta) মতো ছবির পরিচালক হোমি আদজানিয়া তাঁর পরের ছবিতে এই জুটি নিয়ে কাজ করতে চান বলে জানা যায়। সেই ছবির নামই 'মার্ডার মুবারক'। এবার ছবির সম্পূর্ণ কাস্ট শোনার অপেক্ষায় দর্শক।