Avatar 2 OTT: 'অবতার' অনুরাগীদের জন্য সুখবর, ওটিটিতে আসছে জেমস ক্যামেরনের ছবি
Avatar 2: যাঁরা যাঁরা বড়পর্দায় প্যান্ডোরার অ্যাডভেঞ্চার মিস করেছেন বা ধরুন একবার বড়পর্দায় দেখে মন ভরেনি, তাঁদের জন্য সুখবর। 'অবতার ২' মুক্তি পাচ্ছে ওটিটিতে।

নয়াদিল্লি: জেমস ক্যামেরন (James Cameron) পরিচালিত 'অবতার ২' বা অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার (Avatar: The Way Of Water) ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। ২০০৯ সালের 'অবতার' ছবির সিক্যুয়েল এই ছবি বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে বড়পর্দায় রাজত্ব করেছে একপ্রকার। এই ছবির বক্স অফিস কালেকশন প্রায় ২.২৮৪ বিলিয়ন মার্কিন ডলার। স্বাভাবিকভাবেই ভেঙেছে একের পর এক রেকর্ড। ফলস্বরূপ 'অবতার ২' ২০২২ সালের সর্বোচ্চ ব্যবসা করা ছবি এবং সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয় করা ছবি। এবার 'অবতার' অনুরাগীদের জন্য সুখবর, এই ছবি দেখা যাবে ওটিটিতে (OTT Release)।
ওটিটিতে আসছে 'অবতার ২'
যাঁরা যাঁরা বড়পর্দায় প্যান্ডোরার অ্যাডভেঞ্চার মিস করেছেন বা ধরুন একবার বড়পর্দায় দেখে মন ভরেনি, তাঁদের জন্য সুখবর। 'অবতার ২' মুক্তি পাচ্ছে ওটিটিতে। বাড়ির আরামে বসে ওটিটিতেই বিঞ্জ করতে পারেন প্রিয় 'অবতার ২'। নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সিনেমা অনলাইনে দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি প্লাস ইত্যাদিতে। তবে ওটিটিতে রেন্টে (ীালূ) দেখা যাবে এই ছবি। অর্থাৎ ভাড়া দিতে হবে 'অবতার ২' দেখার জন্য। ২৮ মার্চ থেকেই তা সম্ভব। একইসঙ্গে এই ছবি শীঘ্রই মিলবে ডিজনি প্লাসেও কিন্তু এখনও সেই মুক্তির তারিখ ঘোষণা হয়নি।
View this post on Instagram
প্রসঙ্গত, 'অবতার ২' তৈরি হয়েছে প্যান্ডোরার প্রেক্ষাপটে। প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল তাঁর ছয় বছর পরের ঘটনাক্রমে তৈরি এই ছবি। জ্যাক সালি হিসেবে 'অবতার ২' ছবিতেও ফিরেছেন স্যাম ওয়ার্থিংটন। এছাড়া ছবিতে দেখা যাবে জো সালডানা, সিগার্নি উইভার, স্টিফেন ল্যাংকে, তাঁদের পূর্ব চরিত্রেই। এছাড়াও 'অবতার ২' ছবিতে রয়েছেন কেট উইনসলেট, মিশেল ইয়ো, ক্লিফ কার্টিস প্রমুখ।
আরও পড়ুন: Allu Arjun: ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২ দশক পার অল্লু অর্জুনের, সোশ্যাল পোস্টে অনুরাগীদের ধন্যবাদ তারকার
প্রসঙ্গত, এই ছবি ভারতে প্রথমদিন ব্যবসা শুরু করে ৪১ কোটি টাকা দিয়ে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, ভারতের প্রেক্ষাগৃহগুলিতে এই ছবির দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন বাড়ে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
