এক্সপ্লোর
Advertisement
ট্রাম্প জেতায় হতবাক সানি, আলিয়া, রাধিকারা
মুম্বই: মার্কিন মুলুকে বাজিমাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প কড়া টক্করে প্রেসিডেন্ট নির্বাচনে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে। কিন্তু ট্রাম্পের জয়ে হতাশ ভারতের সিনে-জগত। কবির খান, জাভেদ আখতার, রাধিকা আপ্তের পাশাপাশি সানি লিওনের মতো বলিউড তারকা ট্রাম্পের জয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন।
প্রাক্তন রিয়েলিটি স্টার ট্রাম্পের জয় খুব একটা ভালো চোখে দেখছেন না তাঁরা।
কবীর খানের ট্যুইট, আইনস্টাইনের একটা উদ্ধৃতি এখনও প্রাসঙ্গিক-দুটি জিনিস অনন্তকালের, একটা মহাবিশ্ব, অন্যটি মানুষের বোকামি। দুটির মধ্যে আমি আগেরটির ব্যাপারে অবশ্য নিশ্চিত নই।
সুরকার জাভেদ আখতার লিখেছেন, ‘ট্রাম্পের মতো নেতা আর হীনতা সমার্থক। তিনি আমাদের বলেন, অপরাধবোধে ভোগার দরকার নেই, তোমার মতো অনেক বিষাক্ত মানুষ রয়েছে’।
ট্যুইঙ্কল খান্না ডোনাল্ড ট্রাম্পকে ‘ডোনাল্ড ডাক’ বলে কটাক্ষ করেছেন। আলিয়া ভট্ট বলেছেন, ‘এখন আগের চেয়ে অনেক বেশি উত্কন্ঠায় থাকতে হবে'।A leader like Trump connects with our meanness He tells us don't feel guilty there are many as vicious as you are . We love him for it .
— Javed Akhtar (@Javedakhtarjadu) November 9, 2016
Fingers crossed now more than ever! #USElection2016 ???????? — Alia Bhatt (@aliaa08) November 9, 2016রাধিকা আপ্তের প্রতিক্রিয়া, 'দুঃখজনক ও ভীতিপ্রদ..ভাবছি আমাদের জন্য কী অপেক্ষা করে রয়েছে...’।
হুমা কুরেশির প্রতিক্রিয়া, ‘হে আমেরিকাবাসী, অতিরিক্ত রিয়েলিটি শো দেখার পরিণতি ট্রাম্প’। দিয়া মির্জা বিস্ময় প্রকাশ করে ট্যুইট করেছেন, ‘যে লোকটা জলবায়ূর পরিবর্তন বিষয়টা মানেন না, তিনিই এখন বিশ্বকে নেতৃত্ব দেবেন’! সানি লিওন বলেছেন, ‘সবচেয়ে আশ্চর্যের ব্যাপার পুরো সরকারি ব্যবস্থাটাই লাল হয়ে গেল! যা চাইবেন তা করতে ট্রাম্পকে খুব একটা বাধার মুখে পড়তে হবে না’!Sad shocking and scary.. Wonder what we have in store.. #Elections
— Radhika Apte (@radhika_apte) November 9, 2016
What is most surprising is the entire government system is red now! Trump won't have many hurdles to pass to do anything he wants! ???????????????????? — Sunny Leone (@SunnyLeone) November 9, 2016রাম গোপাল ভার্মার ট্যুইট, ‘ট্রাম্পের জয় থেকে একটা বড় শিক্ষা পাওয়া গেল যে, সমস্ত রাজনৈতিক শুদ্ধতাকে খুন করেও মহান রাজনৈতিক নেতা হওয়া যায়’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement