এক্সপ্লোর
Advertisement
বান্ধবীকে মারধর করে হাসপাতালে পাঠালেন অভিনেতা আরমান কোহলি, দায়ের অভিযোগ
মুম্বই: বান্ধবীকে প্রচণ্ড মারধর করে কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগে অভিনেতা আরমান কোহলির বিরুদ্ধে মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় এফআইআর দায়ের হল। প্রহৃত নীরু রণধাওয়া এখন হাসপাতালে ভর্তি।
আরমান কোহলি এক সময় নায়ক হয়েছেন বলিউডের কয়েকটি ছবিতে। বিগ বস-এও দেখা গিয়েছে তাঁকে। সেখানে তিনি অল্পদিনের জন্য কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান, আবার কথায় কথায় তাঁকে অপমান করতেও দ্বিধা করতেন না।
আচমকা মেজাজ হারানোর জন্য কুখ্যাত এই অভিনেতা ২০১৫ থেকে লিভ ইন করতেন পেশায় ফ্যাশন স্টাইলিস্ট নীরু রণধাওয়ার সঙ্গে।
কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি নীরু বলেছেন, অতি সামান্য ইস্যুতে তাঁকে নির্মমভাবে মারধর করেছেন আরমান। গোয়ায় আরমানের একটি ভিলা রয়েছে, সেটি দেখাশোনা করেন তিনি। বেশিরভাগ সময়েই সেটি ভাড়া দেওয়া থাকে, এবারেও একজন তা ভাড়া নেন। সেই ব্যক্তি ভাড়ার টাকা দেন ভিলা কর্মীদের কাছে। আরমান নীরুকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, টাকাটা পাঠিয়ে দিতে কর্মীদের বলবেন তিনি। এরপরই আচমকা আরমান তাঁকে গালিগালাজ করতে শুরু করেন, কিছু বোঝার আগেই চুল ধরে মাথা মেঝেয় ঠুকে দেন। নীরু বারবার তাঁর কাছে মিনতি করেন, তাঁকে হাসপাতালে যেতে দিতে, কথা দেন, পুলিশকে কিছু বলবেন না। মাথার ক্ষত এত গভীর ছিল যে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসক বলেছেন, এরপরেও কাটা দাগ থেকে যাবে কারণ ত্বকের টিস্যু আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরমান তাঁকে বারবার এসএমএস করে ফিরে আসার অনুরোধ করছেন, এখনই বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছেন কিন্তু তিনি আর ফিরবেন না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement