Charu Asopa: বিবাহবিচ্ছেদে কার পাশে সুস্মিতা? মুখ খুললেন বিশ্বসুন্দরীর ভাইয়ের স্ত্রী চারু
Charu-Rajiv Devorce: ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও চারু অসোপা। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত সম্পর্কে নানা টানাপোড়েন দেখা দেয়।
মুম্বই: দীর্ঘদিন ধরে সুস্মিতা সেনের (Sushmita Sen) ভাই রাজীব সেনের (Rajiv Sen) বিবাহিত জীবনে টানাপোড়েন চলছে। তাঁর স্ত্রী চারু অসোপার (Charu Asopa) সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। ভাই নাকি ভাইয়ের স্ত্রী? এই ঘটনায় কার পাশে দাঁড়ালেন বিশ্বসুন্দরী? মুখ খুললেন চারু।
কার পাশে সুস্মিতা সেন?
২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও চারু অসোপা। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত সম্পর্কে নানা টানাপোড়েন দেখা দেয়। তারইমাঝে জন্ম নেয় তাঁদের সন্তানও। কন্যা জিনিয়ার জন্মের পর মনে হয়েছিল, সম্পর্কের যাবতীয় সমস্যা মিটল বুঝি। কিন্তু অনুরাগীদের সেই প্রত্যাশা সঠিক হয়নি। সম্প্রতি জানা যায়, বিবাহবিচ্ছেদ হতে চলেছে রাজীব সেন ও চারু অসোপার মধ্যে। এই ঘটনায় সুস্মিতা সেন কার পাশে দাঁড়ালেন, তা নিয়েও নানা গুঞ্জন দেখা যায়। গুঞ্জন ছড়ায় যে, ভাইয়ের পাশে নয় বরং, ভাইয়ের স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন সুস্মিতা। এই তথ্য সামনে আসে তখন, যখন দেখা যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভাই রাজীব সেনকে ফলো করছেন না সুস্মিতা। কিন্তু তিনি ফলো করছেন চারু অসোপাকে।
আরও পড়ুন - Rashmika Mandanna: রণবীরের পর কোন বলি তারকার সঙ্গে জুটি বাঁধছেন 'পুষ্পা' খ্যাত রশ্মিকা?
সুস্মিতা সেনের প্রসঙ্গে চারু অসোপা-
সম্প্রতি ফের খবরের শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই তাঁর জীবন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। কেউ ভালো চোখে দেখছেন, তো কেউ বাঁকা মন্তব্য করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে চারু অসোপাকে প্রশ্ন করা হয় সুস্মিতার প্রসঙ্গে, তিনি বিশ্বসুন্দরীকে অসাধারণ অভিনেতা এবং খুব ভালো মানুষ হিসেবে ব্যাখ্যা করেন। এর পাশাপাশি, রাজীব সেনের সঙ্গে তাঁর সম্পর্কের এই জটিলতাতেও সুস্মিতা যেভাবে তাঁর পাশে থেকেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদও দেন ছোট পর্দার অভিনেত্রী চারু। জীবনের শেষদিন পর্যন্ত সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে, এমন কথাও বলেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই চারু জানিয়েছিলেন যে, তাঁদের বিবাহিত জীবনে সমস্যা শুরু হয়েছে প্রথম থেকেই। প্রথমে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও বর্তমানে মেয়ে জিনিয়ার মুখের দিকে তাকিয়ে তিনি এই সম্পর্কে ইতি টানতে চান। তিনি চান না, কোনও অস্বাস্থ্যকর সম্পর্কে ছোট থেকেই দেখে বড় হোক জিনিয়া। তাই তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, চারুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন রাজীব সেন।