Rashmika Mandanna: রণবীরের পর কোন বলি তারকার সঙ্গে জুটি বাঁধছেন 'পুষ্পা' খ্যাত রশ্মিকা?
New Bollywood Film: এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে এই ছবির নাম হতে চলেছে 'স্ক্রু ঢিলা'।
মুম্বই : কর্ণ জোহরের (Karan Johar) 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২'-এর পর ফের আরও একবার তাঁর ছবিতে দেখা যেতে চলেছে টাইগার শ্রফকে (Tiger Shroff)। ধর্মা প্রোডাকশনসের এই ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। বলিউড যাঁকে 'দুলহনিয়া' সিরিজের জন্যই মনে রাখছে। শশাঙ্ক খৈতান অবশ্য নিজের ইমেজ থেকে বেরিয়ে অন্যরকম স্বাদের ছবি তৈরি করতে চাইছেন। আপাতত যা খবর, সেই অনুযায়ী টাইগার শ্রফের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে 'পুষ্পা দ্য রাইজ'-খ্যাত রশ্মিকা মন্দান্নাকে (Rashmika Mandanna)। দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে টাইগার শ্রফকে পর্দায় দেখলে, তাঁর অনুরাগীরা চোখ ফেরাতে পারবে না, এমনটাই মনে করছে ধর্ম প্রোডাকশনস। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে এই ছবির নাম হতে চলেছে 'স্ক্রু ঢিলা'।
টাইগারের বিপরীতে রশ্মিকা মন্দান্না-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এই ছবিতে টাইগার শ্রফকে নাকি এমন এক চরিত্রে দেখা যাবে, যা কিনা এর আগে তাঁকে কখনও দেখা যায়নি। অ্যাকশন, ডান্স তো থাকছেই। সঙ্গে টাইগারের চরিত্রের ডাকাবুকো, বেপরোয়া মনোভাব দর্শককে মাতিয়ে দেবে, এমনটাই মত ছবির নির্মাতাদের। এই ছবিতে টাইগার শ্রফকে এমন কিছু অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে দেখা যাবে, যেমনটা তাঁকে আগে কখনও দেখা যায়নি। শোনা যাচ্ছে, ছবির কিছুটা অংশের শুটিং হবে ভারতেই। তবে, বেশ কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা ইউরোপেও। বিদেশের শুটিং শিডিউলে থাকছেন টাইগার এবং রশ্মিকা দুজনেই। নির্মাতাদের পক্ষ থেকে বলা হচ্ছে, 'স্ক্রু ঢিলা' সম্ভাবত, ২০২৩-এর মাঝামাঝি সময়ে মুক্তি পাবে।
আরও পড়ুন - Siddharth: ক্যামেরার সামনে মেজাজ হারালেন 'রং দে বাসন্তী'খ্যাত সিদ্ধার্থ , ভিডিও ভাইরাল মুহূর্তে
সূত্রের খবর, খুব শীঘ্রই টাইগার-রশ্মিকারা শুটিংয়ের জন্য উড়ে যাবেন ইউরোপে। ছবির প্রথম পর্বের শুটিং হবে সেখানেই। এরপর ছবির দ্বিতীয় পর্বের শুটিং হওয়ার কথা ভারতে। কর্ণ জোহরের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে একের পর এক ছবি। যার মধ্যে নতুন সংযোজন হল 'স্ক্রু ঢিলা'। তাঁর প্রোডাকশনের পক্ষ থেকে বলা হয়েছে, রশ্মিকা এবং আল্লু অর্জুনের কেমিস্ট্রিকে পর্দায় ছাপিয়ে যেতে পারে টাইগার এবং রশ্মিকা জুটি। বেপরোয়া চরিত্রের টাইগারকে ভাল না বেসে পারবেন না আম জনতা বা সাধারণ দর্শক। এবার দেখার যে রশ্মিকা-আল্লু অর্জুন জুটিতে মেতে উঠেছিল আসমুদ্র হিমাচল সেই, রশ্মিকার সঙ্গে জুটি বেঁধে টাইগার শ্রফ কোন মাইলস্টোন তৈরি করেন।