কলকাতা: ফের পর্দায় ফিরছে 'চিনি'-র গল্প। ২০২০ সালে মুক্তি পেয়েছিল মৈনাক ভৌমিক (Mainak Bhowmik) পরিচালিত, মধুমিতা সরকার (Mdhumita Sarkar) ও অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) অভিনীত ছবি 'চিনি'। এক মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। আর ফের, সেই মা-মেয়ের সম্পর্কের গল্পকেই পর্দায় ফিরিয়ে আনছেন মৈনাক। জুন মাসেই মুক্তি পাবে 'চিনি ২' (Chini 2)। 


আজ মুক্তি পেয়েছে চিনি ও মিষ্টির প্রথম লুক। মোশন পোস্টারে দেখা যাচ্ছে, মাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে চিনি। ক্যাপশানে লেখা, 'এক নতুন রূপে, নতুন বন্ধনে, চিনি ও মিষ্টি ফিরছে আরও একবার!' সেইসঙ্গে জানানো হয়েছে, চলতি বছরের জুন মাসেই মুক্তি পাবে এই ছবি। 


'চিনি' ছবিতে মধুমিতার প্রেমিকের ভূমিকায় দেখা গিয়েছিল সৌরভ দাস (Sourav Das)-কে। তবে এবার এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) ও অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)-কে। মার্চ মাস এই ছবির শ্যুটিং হয়ে গিয়েছে। মূলত কলকাতাতেই হয়েছে শ্যুটিং। 


এই ছবিতে দেখা যাবে স্বামী শুভর সঙ্গে থাকেন মিষ্টি। তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakrabarti)। এছাড়াও দেখা যাবে 'প্রেম টেম' খ্যাত নায়ক সৌম্য মুখোপাধ্যায়কে (Soumyo Mukherjee)। তাঁর চরিত্রের নাম 'স্যামি'। 'প্রসেনের দলবল'-এর (Prasen er Dolbol) সঙ্গীত পরিচালনায়, মধুরা পালিতের (Modhura Palit) সিনেম্যাটোগ্রাফিতে বড়পর্দায় ফিরছে চিনি। 


'চিনি' ছবিতে দেখা গিয়েছিল এক আধুনিক কর্মরতা মেয়ের গল্প। তাঁর মায়ের সঙ্গে ভালবাসা-ঝগড়া-খুনসুটির সম্পর্কের গল্প। তবে নির্মাতাদের দাবি 'চিনি ২' আরও ভাল হবে, এবং দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেবে। এই ছবিতে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে না মিষ্টি ও চিনিকে। বরং সম্পূর্ণ ভিন্ন মতে বিশ্বাসী, সম্পূর্ণ উল্টো দৃষ্টিকোণ সম্পন্ন দুই আলাদা চরিত্রে দেখা যাবে তাঁদের। যাঁরা দুটি আলাদা সামাজিক স্তর থেকে এসেছে এবং একমাত্র আবেগের সুতো দিয়ে একে অপরের সঙ্গে একাত্ম বোধ করবেন।


আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?


আরও পড়ুন: Natural Sweetener: চিনির পরিবর্ত হিসেবে খাবারে যোগ করতে পারেন এইসব 'ন্যাচারাল সুইটনার'