এক্সপ্লোর
Advertisement
রাস্তায় কর্তব্যরত পুলিশের হাতে স্যানিটাইজার তুলে দিলেন হৃতিক, ধন্যবাদ-ট্যুইট মুম্বই পুলিশের
সারাদিন রাস্তায় কর্তব্যরত পুলিশদের হাতে তুলে দিলেন স্যানিটাইজার। হৃতিকের সাহায্য পেয়ে ট্যুইটার হ্যান্ডেলে তাঁকে ধন্যবাদ জানিয়েছে মুম্বই পুলিশ।
মুম্বই:করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের মুখে খাবার তুলে দিতে চান, তাই এক এনজিও-কে অর্থসাহায্য করার কথা ঘোষণা করেছিলেন হৃতিক রোশন। লিখেছিলেন, দেশে কেউ যেন অভুক্ত না ঘুমায়। হৃতিকের এই প্রয়াস প্রশংসা কুড়িয়ে নিয়েছিল সকলের।
শুধু তিনি নন, করোনা পরিস্থিতিতে সাহায্য করতে এগিয়ে এসেছে তামাম বলিউড। শাহরুখ, সলমন থেকে সোনাক্ষী, কঙ্গনা, কে নেই সেই তালিকায়?
পরিযায়ী শ্রমিকদের অন্ন জোগানোর পাশাপাশি হৃতিক এবার এগিয়ে এলেন পুলিশ বাহিনীর সাহায্যার্থে। সারাদিন রাস্তায় কর্তব্যরত পুলিশদের হাতে তুলে দিলেন স্যানিটাইজার।
হৃতিকের সাহায্য পেয়ে ট্যুইটার হ্যান্ডেলে তাঁকে ধন্যবাদ জানিয়েছে মুম্বই পুলিশ। #MumbaiPoliceFoundation হ্যাশ ট্যাগ দিয়ে লেখা হয়েছে, করোনা পরিস্থিতিতে মুম্বই পুলিশের ফ্রন্টলাইন ওয়ার্কারদের স্যানিটাইজার দেওয়ার জন্য ধন্যবাদ।
My gratitude to our police forces, who have taken our safety in their hands. Stay safe. My love & respect to all in the line of duty ???????? https://t.co/aaE75HAjG0
— Hrithik Roshan (@iHrithik) May 8, 2020
সঙ্গে সঙ্গে পাল্টা ট্যুইট হৃতিকের। লেখেন, আমাদের সুরক্ষা যাঁদের হাতে তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। কর্তব্যরত সব পুলিশকর্মীদের ভালবাসা ও শ্রদ্ধা।
সম্প্রতি করোনা পরিস্থিতিতে অর্থ সংগ্রহের জন্য আই ফর ইন্ডিয়া নামে ভার্চুয়াল কনসার্টের উদ্যোগ নেন কর্ণ জোহর ও জোয়া আখতার। তাতে অংশ নেন হৃতিকও। পিয়ানো বাজিয়ে গান করেন তিনি। তাছাড়াও এই উদ্যোগে অংশ নেন শাহরুখ, অক্ষয়, টাইগার প্রমুখ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
জেলার
Advertisement