এক্সপ্লোর
Advertisement
স্কুলে বোকা বানিয়ে মূত্রপান করাল সহপাঠীরা, নালিশ করায় মার, কটাক্ষ শিক্ষিকার, ছাদ থেকে ঝাঁপ দলিত কিশোরের
জলন্ধর (পঞ্জাব): বন্ধুরা বোকা বানিয়ে মূত্রপান করানোয় শিক্ষিকার কাছে নালিশ জানালে তিনি চড় মারেন, জাত তুলে কটাক্ষ করেন। অপমান সইতে না পেরে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ১২ বছরের এক দলিত ছাত্র। শরীরে একাধিক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে সে। পঞ্জাবের জলন্ধরের এক বেসরকারি স্কুলে গত শুক্রবারের ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
ছেলেটির মায়ের অভিযোগ, ছেলের ক্লাসের কয়েকজন সহপাঠী তার জলের বোতলে মূত্রত্যাগ করে তার অজ্ঞাতে। সেটা না বুঝে পান করে সে। কিন্তু ক্লাস টিচারকে অভিযোগ করলে তিনি উল্টে তাকেই চড় মারেন, বকাঝকা করে প্রিন্সিপালের কাছে নিয়ে যান।
স্কুলে ডেকে পাঠানো হয় ছেলেটির মাকে। তিনি হাজির হলে তাঁকে অপমান করা হয়।
শ্রীকি শর্মা নামে ওই শিক্ষিকাকে শারীরিক নিগ্রহ ও জাতপাতগন্ধী মন্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (ইচ্ছা করে আঘাত করা) ধারা ও তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনের নানা ধারায় অভিযুক্ত করা হয়েছে।
রাজ্য তফসিলি জাতি কমিশন এ ঘটনার নিন্দা করেছে। স্কুলে যান কমিশনের সদস্য, দেখা করেন ছেলেটির পরিবারের সঙ্গেও। ২৯ আগস্টের মধ্যে রিপোর্ট চেয়েছে কমিশন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement