Debojyoti Mishra: সুরকার দেবজ্যোতি মিশ্রের বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ, কী সাফাই শিল্পীর?
Debojyoti Mishra Painting Controversy: প্রথমে অনেক শিল্পী এর প্রতিবাদ করে দেবজ্যোতি মিশ্রের এই পোস্টটি শেয়ার করেন। সেই সঙ্গে তাঁরা লেখেন, এই ছবিটি ইটালির প্রখ্যাত চিত্রকর জিওভান্নি বলদিনির আঁকা
কলকাতা: তাঁর বিচরণক্ষেত্র সুরের দুনিয়া, এই কথা সবারই জানা। তবে, পরিচিত এই সুরকারের বিরুদ্ধেই উঠল ছবি চুরির অভিযোগ! সুরকার দেবজ্যোতি মিশ্রের সদ্য কয়েকটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই সদ্য শুরু হয়েছে বিতর্ক। বিষয়টা ঠিক কী?
সোশ্যাল মিডিয়ায় একাধিক হাতে আঁকা বেশ কয়েকটি ছবি সদ্য পোস্ট করেছিলেন দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra)। এরমধ্যে যে ছবিটি নিয়ে প্রথম বিতর্কের শুরু হয়, সেটি একটি জঙ্গলের ছবি। সবুজায়নের সমর্থনে একটি জল-রঙের ছবি শেয়ার করে নিয়ে দেবজ্যোতি মিশ্র লিখেছিলেন, ‘জল রং আর ওয়াশে সবুজ এঁকে ফেলা যায়...ফেললামও। তার পর! সবুজ বনবীথিকা রক্ষার জন্য কী করছি আমরা!’ কেবল এটুকুই। শিল্পীর নামের কোনও উল্লেখ নেই। আর তাতেই অনেকে ভেবে নিয়েছেন, এই ছবিটি দেবজ্যোতি মিশ্রের আঁকা। অনেকে কমেন্টবক্সে প্রশংসাও করেছেন এই আঁকার।
প্রথমে অনেক শিল্পী এর প্রতিবাদ করে দেবজ্যোতি মিশ্রের এই পোস্টটি শেয়ার করেন। সেই সঙ্গে তাঁরা লেখেন, এই ছবিটি ইটালির প্রখ্যাত চিত্রকর জিওভান্নি বলদিনির আঁকা। ছবিটির নাম, ‘আ পাথ থ্রু ট্রিজ় ইন দ্য বোয়া দে বোলোনে’। কিন্তু দেবজ্যোতি মিশ্র ছবি ব্যবহারের সময় আসল শিল্পীর নাম তো উল্লেখ করেননি বটেই, বরং তাঁর ক্যাপশান পড়ে মনে হচ্ছে, ছবিটা তাঁরই আঁকা। অনেকে আবার লিখেছেন, 'গুণী শিল্পীর ছবি এভাবে চুরি করা গর্হিত অপরাধ।' এছাড়াও, বিভিন্ন শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষেরা দেবজ্যোতি মিশ্রের এই ছবিটি শেয়ার করে নিজের নিজের মতামত পোষণ করতে থাকেন। কিছুক্ষণ বাদে দেখা যায়, ছবিটি প্রোফাইল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এরপরে নিজের ফেসবুক প্রোফাইল থেকে আরও একটি ছবি পোস্ট করে গোটা বিষয়টির নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন দেবজ্যোতি। তাঁর কথা অনুযায়ী, তাঁর অজান্তেই তাঁরই চ্যানেল থেকে বেশ কিছু স্বনামধন্য শিল্পীর ছবি তাঁরই নাম দিয়ে পোস্ট করা হচ্ছিল। বিষয়টা তাঁরই এক নবীন সহকারী ভুল করে করে ফেলেছেন এবং বিষয়টা জানতে পারার পর থেকেই তিনি পদক্ষেপ নিয়েছেন। গত রাতেও তিনি তাঁর সহকারীকে অন্য একটি পেন্টিং পোস্ট করার কথা বলেছিলেন, তবে সেই সহকারীই ভুল করে জিওভান্নি বলদিনির পেন্টিংটি পোস্ট করে দেন।'
তবে এই কথায় তেমন সন্তুষ্ট হয়নি নেটদুনিয়া। বরং ধেয়ে এসেছে একাধিক পাল্টা যুক্তি। এর পরে অবশ্য এই বিষয়টা নিয়ে মুখ খোলেননি দেবজ্যোতি মিশ্র।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।