এক্সপ্লোর
Advertisement
পিছিয়ে পড়লেন প্রিয়ঙ্কা, এশিয়ার সেক্সিয়েস্ট ওম্যান দীপিকা পাড়ুকোন
মুম্বই: এশিয়ার সবথেকে বেশি যৌন আবেদনময়ী নারীর খেতাব পেলেন দীপিকা পাড়ুকোন। পরপর চারবার এই সম্মান পাওয়ার পর সিংহাসন খোয়ালেন প্রিয়ঙ্কা চোপড়া। ব্রিটেনের ইস্টার্ন আই সংবাদপত্র প্রতি বছর প্রকাশ করে এই তালিকা। গোটা বিশ্ব থেকে সংগৃহীত কোটি কোটি ভোটের মাধ্যমে বেছে নেওয়ার হয় সেরাদের।
দীপিকা এক বিবৃতিতে জানিয়েছেন, এই সম্মানে তিনি খুশি। তবে সেক্সি শব্দের অর্থ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। তাঁর কাছে এটি শুধু শারীরিক বিষয় নয়। নিজেকে নিয়ে তৃপ্ত থাকা সেক্সি। আত্মবিশ্বাস সেক্সি। সারল্য সেক্সি।
দীপিকা সম্পর্কে ইস্টার্ন আই বলেছে, আগামী বছর তাঁর বিরাটমাপের কয়েকটি ছবি মুক্তি পাবে। মনে করা হচ্ছে, ২০১৭ আরও বড় সাফল্য নিয়ে আসবে তাঁর জন্য, আরও বেশি আন্তর্জাতিক প্রযোজক উৎসাহিত হবেন, বলিউডের মুকুট থেকে এই মহামূল্যবান মণিটি চুরি করে নিতে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়ঙ্কা, তৃতীয় হয়েছেন টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মা। সেক্সিয়েস্ট টেলিভিশন স্টারের খেতাব পেয়েছেন তিনি। চতুর্থ স্থানে আছেন আর এক টেলিভিশন অভিনেত্রী দ্রাষ্টি ধামি। এই প্রথম তালিকায় স্থান পেয়েছেন আলিয়া ভট্ট, তিনি হয়েছেন পঞ্চম।
বাকি প্রথম দশে ক্রমান্বয়ে রয়েছেন সানায়া ইরানি, ক্যাটরিনা কাইফ, সোনম কপূর, পাক অভিনেত্রী মাহিরা খান ও গওহর খান।
৩২তম স্থানে রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। ৫৩ বছর বয়সি নীতা এই তালিকায় এখনও পর্যন্ত সবথেকে বয়স্ক সংযোজন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement