Deepika-Prabhas Kalki: দীপিকা, অমিতাভ, প্রভাসকে ছাড়িয়ে গেলেন এই অভিনেতা, 'কল্কি'-র ট্রেলারে চর্চা শুধু তাঁর লুক নিয়েই?
Entertainment News: এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা ঘোষণা করা হয়েছিল আগেই। এদিনের ট্রেলারে স্পষ্ট তাঁর চরিত্রায়ন। নেতিবাচক চরিত্রে অভিনয় করছোম শাশ্বত।
কলকাতা: তাঁর কথা লিখতে গিয়ে প্রথমে একটাই লাইন মাথায় আসে। তাঁর কাছে বয়স সত্যিই সংখ্যামাত্র। উইকিপিডিয়া বলছে, এই অভিনেতার বয়স ৮১ বছর। কিন্তু দক্ষিণী জনপ্রিয় 'বাহুবলী' তারকা প্রভাস (Prabhas)-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর অ্যাকশন দৃশ্য দেখলে ভুলে যেতে হয় তাঁর বয়স। যেন তিনি ২২-এর তরুণ তুর্কী। যৌবনে পরিপূর্ণ। নতুন ছবি 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD)-এর নতুন ট্রেলার অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-ময়। তবে তাঁর পাশাপাশি, চর্চায় থাকল আরও একজনের লুক। তিনি কমল হাসান (Kamal Haasan )। 'কল্কি ২৮৯৮ এডি' -র ট্রেলারে তাঁকে চেনাই দায়।
এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee)-র কথা ঘোষণা করা হয়েছিল আগেই। এদিনের ট্রেলারে স্পষ্ট তাঁর চরিত্রায়ন। নেতিবাচক চরিত্রে অভিনয় করছোম শাশ্বত। অন্যদিকে প্রভাসের চরিত্র থেকে মনে পড়ে যেতে পারে ব্র্যাড পিট (Brad Pitt) অভিনীত ট্রয় (Troy) ছবির একিইলিস চরিত্রকে। যে কখনও কোনও যুদ্ধ হারেনি। রাজাকে সে সম্মান করে, মেনে চলে কিন্তু তার নিজস্ব জীবন, মতামত রয়েছে। প্রভাসে চরিত্রটা তেমনই।
সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা দীপিকাকে, প্রভাস, শাশ্বতদের থেকে রক্ষা করছেন অমিতাভ। অশ্বথামার চরিত্রে তিনি নজর কেড়েছেন। তবে নিখুঁত রূপটানে চেনাই দায় কমল হাসানকে। সোশ্যাল মিডিয়ায় সেই কথা উল্লেখ করে, নাগ অশ্বিনের ছবি নিয়ে একটি পোস্টও করেছেন এস এস রাজামৌলী (S. S Rajamouli)। তিনি লিখেছেন, 'পাওয়ার প্যাকড ট্রেলার। ছবিটি প্রেক্ষাগৃহে বসে দেখার অপেক্ষায় রয়েছি। অমিতজী (অমিতাভ বচ্চন), দীপিকা ও ডার্লিংয়ের (Prabhas)-এর প্রত্যেকটা চরিত্রই দুর্দান্ত। তবে আমি এখনও কমল হাসানের লুকে মুগ্ধ। ওঁকে তো প্রায় চেনাই যায় না। নাগি (নাহা অশ্বিন), ২৭ তারিখের অপেভায় রয়েছি।'
Power packed trailer it is… https://t.co/WunNn92TJF It sets the right mood and tone to watch the film FDFS.
— rajamouli ss (@ssrajamouli) June 22, 2024
Amitabh ji, Darling and Deepika’s characters seem to have a lot of depth and are truly intriguing. I am still stuck on Kamal sir’s look and how he amazes as always 🤯…
View this post on Instagram