Desher Mati Last Episode: আজ শেষ 'দেশের মাটি', শ্রুতিকে পর্দায় ফেরানোর চেষ্টা করব, বলছেন 'নোয়া'
Desher Mati Last Episode:'দশ মাসের যাত্রাপথ, অচেনা মানুষ গুলোর আসতে আসতে পরিচিত কাছের হয়ে ওঠা', একগুচ্ছ ছবির সঙ্গে জড়িয়ে কত স্মৃতি। আজ 'দেশের মাটি' ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে।
কলকাতা: 'দশ মাসের যাত্রাপথ, অচেনা মানুষ গুলোর আসতে আসতে পরিচিত কাছের হয়ে ওঠা..' সোশ্যাল মিডিয়ার একগুচ্ছ ছবির সঙ্গে জড়িয়ে কত স্মৃতি। আজ 'দেশের মাটি' (Desher Mati) ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে। পর্দায় আর দেখা যাবে না 'নোয়া'-কে। ধারাবাহিকের সফর ফিরে দেখলেন নায়িকা শ্রুতি দাস (Shruti Das)।
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবির সঙ্গে লম্বা ক্যাপশান। তাতে শ্রুতির থেকে নোয়ার কথাই বেশি লেখা। 'দেশের মাটি' ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র নোয়ার ভূমিকায় অভিনয় করছিলেন শ্রুতি। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল দিব্যজ্যোতিকে। শ্রুতি লিখছেন, 'দশ মাসের যাত্রাপথ। অচেনা মানুষ গুলোর আসতে আসতে পরিচিত কাছের হয়ে ওঠা, মফঃস্বলের স্কুলপড়ুয়া হয়ে নিজেকে মফঃস্বলের স্কুল শিক্ষিকা হিসেবে তৈরি করা, ছোটবেলার ভালোলাগাকে ধীরে ধীরে ভালোবাসায় পরিণত করা। দেশের মাটি ছেড়ে থাকা মানুষগুলোর অপমানজনক কথা উপেক্ষা করেও তাদের ভালোবাসা আদায় করে নেওয়ার এবং দাদান, ঠাম্মি রাজাদা বউরানি সবুজদার সংসারে সেই ছেড়ে যাওয়া মানুষগুলো ফিরে আসার পর তাদের নিয়েই মিলেমিশে থাকতে পারে যে মেয়ে সেই নোয়া।'
কেবল নোয়া-র কথাতেই থামলেন না শ্রুতি। লিখলেন, ভালোমন্দ উত্থানপতন সমালোচনা প্রতিকূলতা কে জয় করে একটা ভালো পরিবার দেওয়ার জন্য অনেকেরই ধন্যবাদ প্রাপ্য।তবে আজ ধন্যবাদ দেব না। থেকে যাব দেশের মাটির টানে। মনে পড়বে একসঙ্গে কাটানো সময়গুলো আর বিশেষত এই প্রিয় মুখগুলো। আপনাদের নোয়াকে হয়ত দেশের মাটিতে আজ সাড়ে ছ'টা থেকে সাত টার পর আর দেখতে পাবেন না। তবে আবার টেলিভিশন স্ক্রিনে শ্রুতি কে ফিরিয়ে আনার চেষ্টা করে যাব অবিরত।'
কেবল শ্রুতি নয়, 'দেশের মাটি' ধারাবাহিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার আবেগে ভেসেছেন রুক্মা ও রাহুলও। পর্দায় তাঁদের রাজা ও মাম্পির জুটি জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মনখারাপ গোটা টিমের।