![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Devlina Kumar: সাহেব আর চিঠির প্রেমের গল্পে মধ্যবর্তিনী রাইমা দেবলীনা!
Devlina Kumar on Saheber Chithi: সাহেবের খুব ভালো বন্ধু রাইমা। সে মনে করে, সে আর সাহেব জুটি হিসেবে সবচেয়ে সেরা। কিন্তু সাহেব আর চিঠির সম্পর্কে ঠিক কী ভূমিকায় হবে রাইমার?
![Devlina Kumar: সাহেব আর চিঠির প্রেমের গল্পে মধ্যবর্তিনী রাইমা দেবলীনা! Devlina Kumar: Actress Devlina Kumar will be seen at Saheber Chithi Serial as a vamp, actress shares her experience Devlina Kumar: সাহেব আর চিঠির প্রেমের গল্পে মধ্যবর্তিনী রাইমা দেবলীনা!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/20/1b863732ecd4ecf92476d9c6ef077749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সাহেব আর চিঠির গল্পে মধ্যবর্তিনী রাইমা। এই প্রথম ছোটপর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবলীনা কুমার (Debvlina Kumar)। ধারাবাহিক 'সাহেবের চিঠি' -তে ছোটপর্দায় জুটি বাঁধছেন প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। এই ধারাবাহিকের গল্পে প্রতীকের চরিত্রের নাম সাহেব । আর দেবচন্দ্রিমাকে দেখা যাবে চিঠির ভূমিকায় । চিঠি একজন পিওন। আর দেবলীনা? তাঁর চরিত্র একজন নায়িকার। সাহেবের খুব ভালো বন্ধু রাইমা। সে মনে করে, সে আর সাহেব জুটি হিসেবে সবচেয়ে সেরা। কিন্তু সাহেব আর চিঠির সম্পর্কে ঠিক কী ভূমিকায় হবে রাইমার?
অভিনেত্রী বলছেন, 'ছোটপর্দায় ও খলনায়িকার চরিত্রে আমার এই প্রথম অভিনয়। মানুষগুলো আমার খুব চেনা হলেও রাইমার চরিত্র ফুটিয়ে তোলা আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ। চেষ্টা করছি যথাযথভাবে চরিত্রটা ফুটিয়ে তোলার। কিন্তু কতটা সফল হলাম তা দর্শক বলবেন। আমার চরিত্র একজন নায়িকার। যে গল্পের নায়ক সাহেবের খুব ভালো বন্ধু। তার মনে সাহেব আর রাইমাই হল সেরা জুটি। এরপর সাহেব আর চিঠির সম্পর্কে ঠিক কোন ভূমিকা পালন করবে নায়িকা রাইমা, সেই উত্তর দেবে ধারাবাহিকের গল্প।'
আরও পড়ুন: Pankaj Tripathi: সৃজিতের শহরে পঙ্কজ, কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকায় মজলেন 'শেরদিল'
ছোটপর্দায় দীর্ঘদিন ধরে অভিনয় করছেন দেবলীনার স্বামী গৌরব চট্টোপাধ্যায় (Gaurab Chatterjee)। এর আগে একটি ধারাবাহিকে একটি ছোট্ট চরিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন দেবলীনা। তবে এইবার সম্পূর্ণ অন্য লুকে দেখা যাবে তাঁকে।
ইতিমধ্যেই ছোটপর্দায় জনপ্রিয়তা লাভ করেছেন গৌরব। ধারাবাহিক 'গাঁটছড়া'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে শোলাঙ্কিকে। সেই তুলনায় দেবলীনা বেশ নতুনই। অভিনয়, শিক্ষকতা ও নাচ নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। তবে ধারাবাহিকে সম্পূর্ণরূপে সময় দিতে এখনই পারবেন না বলে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চান না দেবলীনা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)