এক্সপ্লোর
Advertisement
কাজলের সঙ্গে সম্পর্কে ভাঙন, টুইটারে কর্ণকে পাল্টা অজয়
মুম্বই: আত্মজীবনী ‘অ্যান আনসুইটেবল বয়’-তে কর্ণ জোহর তাঁর সঙ্গে কাজলের ২৫ বছরের সম্পর্ক ছেদের কথা বলে এর মধ্যেই সংবাদমাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছেন। তাঁর আত্মজীবনীর বিভিন্ন লেখাও ঘুরে ফিরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার তারই পাল্টা জবাব দিলেন অজয় দেবগন।
কর্ণের কাজল সম্পর্কে মন্তব্যের পর অজয় আজ সকালে টুইটারে লেখেন
তবে কর্ণকে সরাসরি উল্লেখ করে অজয় কিছু বলেননি। তিনি বলেন পুরনো সাক্ষাত্কার ছাপা বন্ধ করতে। উত্তর সময় এবং পরিস্থিতি নির্ভর করে দেওয়া হয়। তাহলে কি এভাবেই অজয় পরোক্ষে সংবাদমাধ্যমকেই পুরনো কাসুন্দি ঘাঁটতে বারণ করছেন। নাকি অজয় এই বার্তাই কর্ণকে দিতে চেয়েছেন তিনি সেসময় যা বলেছিলেন, সেটা মন থেকে বলতে চাননি। পরিস্থিতির প্রভাবে বলেছিলেন। তবে শেষ বার অজয়-কর্ণকে কথা বলতে দেখা গিয়েছিল ২০১৬ সালে। তখন অজয় বলেছিলেন, তাঁর এবং কর্ণের মধ্যে যে বিবাদ রয়েছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত। এরসঙ্গে প্রফেশনাল জীবনের কোনও সম্পর্ক নেই। তবে কর্ণ তাঁর আত্মজীবনীতে অজয়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, তিনি অজয় সম্পর্কে কোনও কথাই বলতে চান না। তিনি কর্ণের মাথা ব্যথার কোনও কারণ কোনও দিন ছিলেন না, কোনওদিন হবেনও না। এদিকে অজয়ের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি কর্ণ নিজের বই বিক্রির জন্যে এভাবে চাঞ্চল্যকর সমস্ত তথ্য প্রকাশ্যে আনছেন। সেই ব্যক্তি আরও বলেন, বলিউডে সবাই কর্ণকে জানেন তিনি লোকের পিছনে বলে বেড়ান। এমনকি শাহরুখও কর্ণের ওপর একসময় চোটে ছিলেন, কারণ তিনি প্রিয়ঙ্কা চোপড়া সম্পর্কে কটূক্তি করেছিলেন।Request:- pls stop printing old interviews. Answers are dependent on time remember ?
— Ajay Devgn (@ajaydevgn) January 13, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement