এক্সপ্লোর
ভুরু কামিয়ে ফেললেন নাকি দঙ্গলের এই অভিনেত্রী?

মুম্বই: দঙ্গলে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল। এখন তিনি অভিনয় করছেন ঠগস অফ হিন্দোস্তানে। কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর একাধিক ছবিতে পরিষ্কার, ডান ভুরুর খানিকটা কামিয়ে ফেলেছেন ফতিমা সানা শেখ। তবে এটা কোনও আঘাতের ফলে হয়েছে না ছবির প্রয়োজনে জানা যাচ্ছে না। ২৫ বছরের ফতিমা কোনও ছবিতেই তাঁর ভুরু লুকনোর চেষ্টা করেননি। দেখুন তাঁর এখনকার ছবি [embed]https://www.instagram.com/p/Be2bPc4Hai_/?utm_source=ig_embed[/embed] [embed]https://www.instagram.com/p/Be2XgWVnkRs/?utm_source=ig_embed[/embed] গত বছর ২৩ ডিসেম্বর একটি ফটো ইনস্টাগ্রামে পোস্ট করেন ফতিমা। তাতেও দেখা যায়, তাঁর ভুরুর এক অংশ কামানো। [embed]https://www.instagram.com/p/BdBUbxrnM72/?utm_source=ig_embed[/embed] এ বছর দীপাবলীতে মুক্তি পেতে চলেছে ঠগস অফ হিন্দোস্তান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















