Dipika Kakar: স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত দীপিকা, নিজের অসুস্থতা নিয়ে কী জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী?
Stage 2 Live Cancer: ইনস্টাগ্রামে একটি পোস্ট করে দীপিকা লিখেছেন যে তিনি স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত। অভিনেত্রী লিখেছেন, লিভারে একটি টেনিস বলের সাইজের টিউমার পাওয়া গিয়েছে।

Dipika Kakar: স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। ছোটপর্দার পরিচিত মুখ দীপিকা। 'সসুরাল সিমর কা' ধারাবাহিক দিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এই টেলিভিশন অভিনেত্রী নিজেই জানিয়েছেন তাঁর অসুস্থতার কথা। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে দীপিকা লিখেছেন যে তিনি স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত। সেলিব্রিটি মাস্টার শেফের এই সিজনে দেখা গিয়েছিল দীপিকা। সেখান থেকেও আচমকাই বিদায় নিয়েছিলেন তিনি। সেই সময়েই অভিনেত্রীর অসুস্থতার কথা শোনা গিয়েছে। আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। দীপিকার অসুস্থতার খবর পেয়ে স্বভাবতই হতবাক তাঁর সহকর্মীরা। চিন্তায় রয়েছেন অভিনেত্রীর অনুরাগীরাও।
View this post on Instagram
ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা লিখেছেন, পেটের উপরের দিকে ব্যথা হচ্ছিল তাঁর। সেই জন্য হাসপাতালে ডাক্তার দেখা গিয়েছিলেন অভিনেত্রী। পরীক্ষা করে দেখা গিয়েছে, টেনিস বলের সাইজের একটি টিউমার রয়েছে লিভারে। আর সেটি স্টেজ ২ ম্যালিগন্যান্ট (ক্যান্সারাস)। অভিনেত্রী আরও লিখেছেন সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে পিজিটিভ মনোভাব নিয়েই রয়েছেন তিনি। এই যুদ্ধে লড়াই করতে প্রস্তুত। পুরো পরিবার রয়েছে তাঁর পাশে। আর সকলের ভালবাসা এবং আশীর্বাদে এই কঠিন সময় পার করে ফেলবেন বলেই আশাবাদী দীপিকা। সকলকে তাঁর জন্য প্রার্থনা করতেও বলেছেন অভিনেত্রী।
ইউটিউবে নিজের একটি ভ্লগিং ভিডিওতে দীপিকার স্বামী টেলিভিশন অভিনেতা শোয়েব ইব্রাহিমও জানিয়েছেন স্ত্রীর অসুস্থতার কথা। ২ বছরের ছোট্ট সন্তান রয়েছে দীপিকা এবং শোয়েবের। তবে মায়ের অসুস্থতার কথা সে বুঝেছে খুব সুন্দর ভাবে, এমনটাই জানিয়েছেন শোয়েব এবং দীপিকা। সেই সঙ্গে দুই অভিনেতাই জানিয়েছেন, তাঁদের পাশে সকলে রয়েছে। জীবনের কঠিনতম সময়। তবে তা ঠিক পার করে ফেলতে পারবেন, এমন বিশ্বাসই রাখছেন তাঁরা। দীপিকার জন্য সকলকে প্রার্থনা করতে বলেছেন শোয়েবও।
সেলিব্রিটি মাস্টার শেফের হাত ধরে ৫ বছর পর ছোটপর্দায় কামব্যাক করেছিলেন দীপিকা। তবে অসুস্থতার কারণে মাঝপথেই কুকিং শো ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন অভিনেত্রী। এরপরই ধরা পড়েছে যে দীপিকা স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। স্বভাবতই এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সেলিব্রিটি মাস্টার শেফ শো-তে দীপিকার সঙ্গে থাকা সতীর্থরা সোশ্যাল মিডিয়ায় দীপিকার জন্য বার্তা পাঠিয়েছেন। সকলেই আশ্বাস দিয়েছেন, সবাই শোয়েব-দীপিকার পাশে রয়েছেন।






















