কলকাতা:   'শহরের উপকথা' ও 'গিরগিট'-এর পর আবারও পরিচালকের আসনে পরিচালক বাপ্পা। সম্প্রতি তিনি শেষ করলেন অ্য়ান্থোলজি 'ত্রিভুজে'-এর শ্য়ুটিং। কলকাতা, বর্ধমান ও শান্তিনিকেতনের একাধিক জায়গায় হয়েছে ছবির শ্য়ুটিং। এই ছবিতে কয়েকটু বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, বাসবদত্তা চট্টোপাধ্য়ায়, অপরাজিতা ঘোষ,  সায়ন্তনী গুহঠাকুরতা, আকাশ সিনহা, দেবেশ রায় চৌধুরী, অনিন্দ্য বন্দ্য়োপাধ্য়ায়, সৌম্য বন্দ্য়োপাধ্য়ায়, দেবপ্রসাদ হালদার ও ফিরদৌসী বসু।। ছবির নাম 'ত্রিভুজ'। তিনটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। 


প্রত্যেকটা গল্পই থ্রিল, সাসপেন্স ও রহস্য়ে ভরপুর।। এছাড়াও রয়েছে রোমান্টিক বেশ কিছু মুহূর্তের কোলাজ। সম্প্রতি শহরের এক রোস্তোরাঁয় হয়ে গেল ছবির ব়্য়াপ আপ পার্টি। যেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। চলতি বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে ছবি ঘিরে ইতিমধ্য়েই শুরু হয়েছে উন্মাদনা।


প্রথম গল্পটি পেন্টিং নিয়ে , পরেরটি ফটোগ্রাফি এবং শেষেরটি ভিডিওগ্রাফি, সূত্র ধরেই বেঁধে রেখেছেন পরিচালক।এই ছোট গল্প গুলি সবকটি পরিচালকের নিজের ভাবনায় ও স্ক্রিপ্ট করেছেন জয়দীপ ও সৌমীত। মিউজিক করছেন প্রাঞ্জল দাস। আর্টে সুরজীত ও অর্পন। রূপসজ্জায় সুরজীত পাল, সম্পাদনা করছেন অরিত্র দত্ত বনীক।এবং সিনেমাটোগ্রাফিতে অপু মুখোপাধ্যায়। এই ছবির প্রযোজনা করেছেন সুমিত ভট্টাচার্য (Sumit Bhattacharya)।


আরও পড়ুন...


Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?


প্রসঙ্গত, ২০২১ এর ১৭ ই সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল পরিচালক বাপ্পার প্রথম ছবি 'শহরের উপকথা'। বিখ্য়াত নাট্য়কার বাদল সরকারের লেখা 'বাকি ইতিহাস' নাটক অবলম্বনে তৈরি হয়েছিল এই সিনেমা। ছবিতে বাদল সরকারের চরিত্রে দেখা মিলেছিল শুভাশিস মুখোপাধ্যায়কে। তিনি ছাড়াও ছবিটির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়,জয় সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী,অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়,সন্দীপ মন্ডল,লামা হালদার,রজত গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।


আরও পড়ুন...


Meditation: নিয়মিত মেডিটেশন করলে কী কী উপকার পাবেন? নিয়ন্ত্রণ থাকবে আবেগে, কমবে স্ট্রেস


উল্লেখ্য়, বাপ্পার দ্বিতীয় ছবি 'গিরগিট'-এ কয়েকটি মুখ্য় চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যেন্দু ভট্টাচার্য, ইপ্সিতা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, পায়েল, কনীনিকা বন্দোপাধ্যায়ের মত পরিচিত মুখেরা।


বাপ্পার নতুন ছবি দর্শকের কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial