Avatar 2: যদি 'অবতার ২' ব্যর্থ হয় তাহলে কী করবেন? স্পষ্ট জানালেন পরিচালক জেমস ক্যামেরন
James Cameron: পরিচালক জেমস ক্যামেরন সম্প্রতি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, 'অবতার দ্য ওয়ে অফ ওয়াটার' যদি বক্স অফিসে ব্যর্থ হয়, তাহলে তিনি কী করবেন।
নয়াদিল্লি: আগামী মাসে অর্থাত ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার' (Avatar: The Way Of Water)। প্রথম ছবি মুক্তির বহু বছর পর আসছে সিক্যুয়েল। 'অবতার' ছবির জনপ্রিয়তা কত ছিল, তা বলে দেওয়ার দরকার নেই। জানা সকলেরই। আর দর্শকদের সেই উত্তেজনা, উন্মাদনা সিনেমা হলে ফেরাতেই সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক জেমস ক্যামেরন। কিন্তু অনেক সময়ই দেখা গিয়েছে, প্রথম ছবি দুর্দান্ত সাফল্য পেলেও সিক্যুয়েল সেভাবে সাফল্য পায়নি। আবার ব্যতিক্রমও হয়েছে। অনেক সময়ই দেখা গিয়েছে প্রথম ছবির তুলনায় সিক্যুয়েল অনেক বেশি সাফল্য পেয়েছে। 'অবতার ২' -এর ক্ষেত্রে যদি প্রথমটা হয়, তাহলে কী হবে? পরিচালক জেমস ক্যামেরন (James Cameron) সম্প্রতি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, 'অবতার দ্য ওয়ে অফ ওয়াটার' যদি বক্স অফিসে ব্যর্থ হয়, তাহলে তিনি কী করবেন।
'অবতার ২' প্রসঙ্গে জেমস ক্যামেরন-
একটা ছবি তৈরিকে কেন্দ্র করে অনেক মানুষ জড়িয়ে থাকেন। অভিনেতা অভিনেত্রীদের থেকে পরিচালক, প্রযোজক কিংবা ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষেরই শেষ পর্যন্ত নজর থাকে বক্স অফিস কালেকশনে। সম্প্রতি এক সাক্ষাতকারে 'অবতার' পরিচালক জেমস ক্যামেরন ছবির বক্স অফিস কালেকশন নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, 'মার্কেটই সবটা পরিস্কার করে দেবে। আমরা গত কিছু মাস ধরে কী করেছি, আর এগোবো কিনা, সবটাই নির্ভর করবে বক্স অফিস কালেকশন বা ছবির ব্যবসার উপর। যদি 'অবতার - দ্য ওয়ে অফ ওয়াটার' ব্যর্থ হয়, তাহলে এর সিক্যুয়েল আর তৈরি হবে না। ছবির ব্যবসার উপরই এর পরবর্তী পদক্ষেপ নির্ভব করছে।'
আরও পড়ুন - Vir Das: কমেডিয়ান বীর দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের
বিভিন্ন সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত যত ছবি তৈরি হয়েছে, তার মধ্যে সবথেকে বেশি খরচ হয়েছে 'অবতার' ছবিটি তৈরি করতে গিয়ে। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। শীঘ্রই আসতে চলেছে 'অবতার' ছবির সিক্যুয়েল। 'অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার' (Avatar: The Way Of Water) ছবির অপেক্ষায় দর্শকেরা। ২০০৯ সালে মুক্তি পাওয়া 'অবতার' ছবিটি গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর আসতে চলেছে এই ছবির দ্বিতীয় ভাগ। জানা গিয়েছে, চলতি বছর ১৬ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে 'অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার' ছবিটি। বক্স অফিসে ব্যাপক ব্যবসা করা এই ছবির পরবর্তী অধ্যায় চাক্ষুস করার অপেক্ষায় দর্শকেরা। জানা গিয়েছে, একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ছবির টিজার ট্রেলার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। যা দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত নেট নাগরিকরা। দীর্ঘদিন ধরে জনপ্রিয় 'অবতার' ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে সিক্যুয়েলের টিজার ট্রেলারে দারুণ খুশি তাঁরা। ২০০৯ সালে যখন হলিউড ছবি 'অবতার' (Avatar) মুক্তি পায়, তখন কার্যত তোলপাড় হয়ে গিয়েছিল বিনোদন জগত। জেমস ক্যামেরনের (James Cameron) এই ছবিকে ঘিরে আজকের দিনেও উন্মাদনার শেষ নেই।