Vir Das: কমেডিয়ান বীর দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের
এক প্রযোজকের দায়ের করা কপিরাইট রুলস ভায়োলেশনের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের হয়েছে বলে জানা যায়।
মুম্বই: স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাসের (Vir Das) বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। বীর দাসের সঙ্গে একই অপরাধে এফআইআর দায়ের হয়েছে আরও দুজন ব্যক্তি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধেও। এক প্রযোজকের দায়ের করা কপিরাইট রুলস ভায়োলেশনের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের হয়েছে বলে জানা যায়।
আইনি জটিলতায় কমেডিয়ান বীর দাস, নেটফ্লিক্স এবং আরও দুই ব্যক্তি-
জানা গিয়েছে, নামী ছবি প্রযোজক অশ্বিন গিদওয়ানি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন যে, ২০১০ সালের অক্টোবরে তাঁর কোম্পানি কমেডিয়ান বীর দাসের সঙ্গে একটি শোয়ের চুক্তি করে। কিন্তু, ২০২০ সালের জানুয়ারিতে ওই প্রযোজক অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বীর দাসের নতুন একটি শোয়ের যখন প্রোমো দেখেন, তখন দেখতে পান যে, তাঁর যে শোয়ের চুক্তি হয়েছিল কৌতুক অভিনেতার সঙ্গে, সেই শোয়ের কনটেন্ট হুবহু নকল করা হয়েছে। সামান্য কিছু পরিবর্তন থাকলেও দুটি শোয়ের বিষয়বস্তু একেবারে এক। অশ্বিন গিদওয়ানির অভিযোগের ভিত্তিতে ৪ নভেম্বর বীর দাস, আরও দুই ব্যক্তি এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে কপিরাইট অ্যাক্টে একটি মামলা দায়ের হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি হয়নি। তবে, তদন্ত চলছে।
আরও পড়ুন - Shah Rukh Khan: 'আপনি এত আকর্ষণীয় কীভাবে'? অনুরাগীর প্রশ্নে শাহরুখ যা উত্তর দিলেন...
প্রসঙ্গত, বিতর্ক যেন পিছু ছাড়ে না কমেডিয়ান বীর দাসের। এর আগেও তিনি নানা বিতর্ক এবং আইনি সমস্যায় জড়িয়েছেন। কিছুদিন আগে যখন হলিউড তারকা উইল স্মিথ ভারতে আসেন, তখনও একটি মজার পোস্ট করেন। কিন্তু তার সঙ্গে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের নিয়ে করা মন্তব্য নিয়ে চর্চাও হয় বিস্তর। উইল স্মিথের ভারতে আগমন নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করেন বীর। মজার পোস্টে তিনি লেখেন, 'উইল স্মিথ ভারতে এসেছেন? ভাল। এবার তিনি হাত দিয়ে কৌতুক অভিনেতাদের থাপ্পড় মারা বন্ধ করে এবং আইনি মামলা দিয়ে তাঁদের চড় মারা শুরু করতে শিখতে পারবেন।' উল্লেখ না করেই ভারতে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জায়গা স্পষ্ট করেন বীর। বিগত কয়েক বছরে একাধিক ভারতীয় কৌতুক অভিনেতা আইনি জটিলতার সম্মুখীন হয়েছেন। তাঁদের বিরুদ্ধে মানুষের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে, বীর দাসকেই তাঁর বিতর্কিত 'আমি দুটো ভারত থেকে আসি' ('I come from two Indias') মন্তব্যের জন্য আইনি জটিলতার মুখে পড়তে হয়।