'Don 3' Teaser: ফারহান আখতারের হাত ধরে আসছে নয়া প্রজন্ম! 'ডন ৩' ছবির ঘোষণা পরিচালকের
Farhan Akhtar: আনুষ্ঠানিকভাবে 'ডন ৩' ছবির ঘোষণা করলেন পরিচালক অভিনেতা ফারহান আখতার। পোস্ট করলেন অ্যানাউন্সমেন্ট টিজার। তবে ছবি সম্পর্কে এখনও বিশেষ তথ্য তিনি প্রকাশ করেননি।
নয়াদিল্লি: কানাঘুষো শোনা যাচ্ছিল এতদিন ধরে। এবার আনুষ্ঠানিকভাবে 'ডন ৩' (Don 3) ছবির ঘোষণা করলেন ফারহান আখতার (Farhan Akhtar)। বহু প্রতীক্ষিত এই ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিও (Announcement Teaser) এল অবশেষে। আর কী কী তথ্য এল প্রকাশ্যে?
আসছে 'ডন ৩', ঘোষণা পরিচালকের
আনুষ্ঠানিকভাবে 'ডন ৩' ছবির ঘোষণা করলেন পরিচালক অভিনেতা ফারহান আখতার। পোস্ট করলেন অ্যানাউন্সমেন্ট টিজার। তবে ছবি সম্পর্কে এখনও বিশেষ তথ্য তিনি প্রকাশ করেননি। সূত্রের খবর, এই ছবিতে শাহরুখ খান নন, মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে। খুব শীঘ্রই টিজারও প্রকাশ করা হবে বলে খবর।
'এক্সেল এন্টারটেনমেন্ট'-এর তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্টও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, '১৯৭৮ সালে, সলিম জাভেদের তৈরি একটি চরিত্র যা পর্দায় ফুটিয়ে তুলেছিলেন মিস্টার অমিতাভ বচ্চন অত্যন্ত সাবলীলভাবে।' হলমুখী দর্শকের ভালবাসার, চোখ ধাঁধানো চরিত্র হয়ে ওঠেন 'ডন'। এরপর ২০০৬ সালে 'ডন' চরিত্রটিকে নতুন রূপ দেওয়া হয়। সেই চরিত্রে নিজের ঢঙে প্রাণ ঢালেন শাহরুখ খান। বুদ্ধিদীপ্ত চরিত্র মন জয় করে দর্শকের। বিবৃতিতে লেখা হয়, 'একজন রচয়িতা ও পরিচালক হিসেবে এক নয় দুটি 'ডন' ছবি তৈরি করে উচ্ছ্বসিত হই, শাহরুখের সঙ্গে দুটি ছবিই আমার হৃদয়ের খুব কাছের।'
View this post on Instagram
একইসঙ্গে ওই বিবৃতিতে বলা হয়েছে যে 'ডন'-এর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং সেই সঙ্গে যোগ করা হবে নতুন দৃষ্টিভঙ্গি। এমন একজন অভিনেতাকে এই চরিত্রে কাস্ট করা হবে যাঁর বহুমুখী প্রতিভা মানুষের পছন্দের। নির্মাতাদের আশা, যে ভালবাসা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের প্রতি উপুড় করে দিয়েছেন দর্শক, একই ভালবাসা তাঁরা দেবেন নতুন 'ডন'কেও। ২০২৫ সালে 'ডনের নতুন প্রজন্ম' শুরু হতে চলেছে।
View this post on Instagram
একাধিক জাতীয় বিনোদন সংস্থা সূত্রে খবর, 'ডন ৩'-র টিজার মুক্তি পাবে দুই থেকে তিনদিনের মধ্যে এবং সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে। সূত্র মারফত আরও খবর, এই টিজার স্বাধীনতা দিবসের গোটা সপ্তাহজুড়ে প্রেক্ষাগৃহে 'গদর ২' স্ক্রিনিংয়ের সময় দেখানো হবে।
'ডন' ও 'ডন ২' ছবিতে মুখ্য চরিত্রে অর্থাৎ ডন হিসেবে দেখা গিয়েছিল কিং খানকে। তাঁর বিপরীতে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এই দুই ছবির পরিচালকও ছিলেন ফারহান আখতার। এবার ফারহান কোন অভিনেতাকে ডন হিসেবে নিয়ে আসবেন, তার অপেক্ষায় দর্শক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial