এক্সপ্লোর
Advertisement
দর্শকের বিচার ২০১৬ সালের সেরা অভিনেত্রী আলিয়া নন, কে জানতে ক্লিক করুন এখানে
মুম্বই: অবশেষে প্রকাশিত হল দর্শকের রায়। তাঁদের বিচারে ২০১৬ সালের সেরা অভিনেত্রী কে জানেন? সূত্রের খবর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল অভিনেত্রী সোনাম কপূর এবং আলিয়া ভট্টের মধ্যে। কারণ গত বছরে দুজন অভিনেত্রীই দারুন কিছু উপহার দিয়েছেন দর্শকদের এবং বক্স অফিসকেও ভাল রিটার্ন দিয়েছে তাঁদের ছবি।
সোনামের 'নীরজা' যেমন দর্শকমনে গভীর দাগ কেটে গেছে, তেমনই আলিয়ার 'উড়তা পঞ্জাব' এবং 'ডিয়ার জিন্দেগি'ও যথেষ্ট ছাপ রেখেছে দর্শক হৃদয়ে। কিন্তু সেরাতো একজনই হয় এবং দর্শকের বিচারে ২০১৬ সালের সেরা অভিনেত্রী হলেন সোনাম কপূর।
দর্শকদের থেকে যে ভোট নেওয়া হয়েছিস, তাতে সোনাম পেয়েছেন ৫৪.০৯ শতাংশ ভোট। প্রসঙ্গত, বলিউডে নিজের অভিনয় নয়, নিজের ফ্যাশন সেন্সের জন্যেই বেশি আলোচিত হয়েছেন সোনাম। তবে 'নীরজা' ছবিতে তাঁর অভিনয় দিয়ে সমস্ত সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন অনিল কপূরের কন্যা। তবে বলিউডে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আলিয়াকেই শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা দিয়েছেন বিচারকরা। এনিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, মনের ক্ষোভ কিছুটা হলেও উগড়ে দিয়েছিলেন সোনাম। এবার হয়তো তাঁর সেই ঘায়ে কিছুটা মলম লাগাল এই স্বীকৃতি।
আলিয়া পেয়েছেন ৩৫.৮৬ শতাংশ ভোট। তবে মহেশ কন্যার তিনটি ছবিতেই তাঁর অভিনয় প্রশংসিত। 'উড়তা পঞ্জাব' এবং 'ডিয়ার জিন্দেগি', দু জায়গাতেই দুধরনের ভিন্ন চরিত্রে দেখা গেছে আলিয়াকে। দর্শকের বিচারে সেরার তালিকায় আর যেসমস্ত অভিনেত্রীরা রয়েছেন, তাঁরা হলেন, অনুষ্কা শর্মা, তাপস্বী পান্নু, সোনাক্ষী সিনহা, বিদ্যা বালন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বিজ্ঞান
জেলার
খবর
Advertisement