এক্সপ্লোর
‘ব্রেসিয়ার’ বিতর্কে ক্যাটের ছবিতে সেন্সর-কাঁচি, প্রতিবাদে 'অন্তর্বাস' ছাড়া ঘুরলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী

মুম্বই: ক্যাটরিনা কাইফের আসন্ন ছবি ‘বার বার দেখো’-র কয়েকটি দৃশ্য সম্প্রতি সেন্সর বোর্ডের কোপে পড়েছে। ক্যাট-সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত এই রোম্যান্টিক-কমেডিতে একটি ‘ব্রেসিয়ারের’ দৃশ্য এবং অন্য একটি দৃশ্যে অ্যাডাল্ট কমিক সিরিজ ‘সবিতা ভাবী’-র উল্লেখ থাকায় আপত্তি তুলেছে সেন্সর কর্তৃপক্ষ। এই দৃশ্যগুলিই ছাঁটাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তার প্রতিবাদেই এবার প্রকাশ্যে ‘ব্রা’ ছাড়া ঘুরলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী প্রিয়া মালিক।
সৌজন্যে ইউটিউব সকলেই প্রাক্তন এই বিগ বস প্রতিযোগীকে যথেষ্ট ঠোঁটকাটা বলে জানেন। তাই সেন্সর বোর্ডে বার বার দেখো ছবি থেকে ‘ব্রা’-এর দৃশ্য ছাঁটাইয়ের নির্দেশের পরই ব্রেসিয়ার ছাড়া ঘোরার সিদ্ধান্ত নেন এই তারকা। তাঁর সেই বেশের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রিয়া লেখেন, ‘পোশাকের ভেতর দিয়ে ব্রা দেখা গেলে, সেটা আমাদের সমাজের পক্ষে অশোভন। আর আমার এই পোশাকের মধ্যে দিয়ে ব্রা দেখা যেত, তাই অন্তর্বাস ছাড়াই ঘুরছি’।
সৌজন্যে ইউটিউব সকলেই প্রাক্তন এই বিগ বস প্রতিযোগীকে যথেষ্ট ঠোঁটকাটা বলে জানেন। তাই সেন্সর বোর্ডে বার বার দেখো ছবি থেকে ‘ব্রা’-এর দৃশ্য ছাঁটাইয়ের নির্দেশের পরই ব্রেসিয়ার ছাড়া ঘোরার সিদ্ধান্ত নেন এই তারকা। তাঁর সেই বেশের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রিয়া লেখেন, ‘পোশাকের ভেতর দিয়ে ব্রা দেখা গেলে, সেটা আমাদের সমাজের পক্ষে অশোভন। আর আমার এই পোশাকের মধ্যে দিয়ে ব্রা দেখা যেত, তাই অন্তর্বাস ছাড়াই ঘুরছি’। তবে এবছর এই নিয়ে আরও বেশ কয়েকটি ছবি সেন্সরের কোপে পড়েছিল। এরমধ্যে রয়েছে ‘উড়তা পঞ্জাব’, ‘জয় গঙ্গাজল’, ‘আলিগড়’, ‘অ্যাঙ্গরি ইন্ডিয়ান গডেস’-এর মতো ছবিগুলো।Because a visible bra is considered indecent in our society. pic.twitter.com/psWPmo5DIc
— Priya Sometimes (@PriyaSometimes) August 29, 2016
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















