এক্সপ্লোর
‘যেমন কর্ম তেমন ফল’, সলমনের কারাদণ্ডে বললেন সোফিয়া হায়াত

মুম্বই: সলমন খানের কারাদণ্ডে মুহ্যমান গোটা বলিউড। ঠিক তখনই উল্টো পথে হাঁটলেন বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী ও মডেল সোফিয়া হায়াত। কৃষ্ণসার হরিণ শিকার কাণ্ডে সলমন শাস্তি পাওয়ায় খুশি চেপে রাখতে পারেননি তিনি। সোফিয়ার মতে, সলমন যেমন কাজ করেছেন, তেমনই ফল পেয়েছেন। দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, শেষমেষ কাজের ফল পেতেই হয়... অনেকে সলমনের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়, ভাবে, ও বলিউড নিয়ন্ত্রণ করে। কিন্তু আমি ভয় পাই না। সলমন যে জেলে গিয়েছে, তাতে আমি ভীষণ খুশি। দেখুন তাঁর পুরো পোস্ট [embed]https://www.instagram.com/p/BhMo5MoF-0S/?utm_source=ig_embed[/embed]
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















