Gourav-Riddhima: পরিবারে এসেছে ছোট্ট সান্তা.. গৌরব-ঋদ্ধিমার ক্রিসমাস জমজমাট
Gourav-Riddhima's Christmas: সোশ্যাল মিডিয়ায় আজ লাল পোশাক পরা একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন ঋদ্ধিমা। সেখানে দেখা গেল, বাড়িতে সাজানো একটি ক্রিসমাস -ট্রির সামনে বসে গৌরব ও ঋদ্ধিমা

কলকাতা: ছোট্ট বেদ কোলে আসার পরে, এই প্রথম ক্রিসমাস তাঁদের। এই ক্রিসমাস ২ থেকে ৩ হওয়ার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty) ও ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। ছোট্ট বেদের সঙ্গে সান্তাক্লজ সেজে ছবি শেয়ার করে নিলেন টলিউডের প্রিয় জুটি।
সোশ্যাল মিডিয়ায় আজ লাল পোশাক পরা একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন ঋদ্ধিমা। সেখানে দেখা গেল, বাড়িতে সাজানো একটি ক্রিসমাস -ট্রির সামনে বসে গৌরব ও ঋদ্ধিমা। তাঁদের দুজনের পরণেই লাল পোশাক। আর কোলে সাদা পোশাকে ছোট্ট বেদ। ঋদ্ধিমা লিখেছেন, 'ক্রিসমাস ২০২৩। অবশেষে আমাদের পরিবার ২ থেকে ৩ হল। এই বছরটা অনেকটা হাসি, আনন্দ, ভাললাগার আর আমাদের ছোট্ট সন্তানের। আপনাদের সবাইকে আনন্দ, খুশি আর ভালবাসার ক্রিসমাস।'
১৬ সেপ্টেম্বর সকালের দিকে, শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। অধীর আগ্রহে এই মুহূর্তের অপেক্ষা করছিলেন দম্পতি। তাঁরা নিজেরা প্রথমে না শেয়ার করলেও, খুশির খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিবাহবার্ষিকীকে সন্তানকে নিয়ে এই প্রথম কোনও সফরে গিয়েছিলেন তাঁরা। প্রথমবার ধীরের সফরকে কি একটু বিশেষ করেই মনে রাখতে চেয়েছিলেন দম্পতি। তাই সেই জায়গাকেই তাঁরা বেছে নিয়েছিলেন, যেখান থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প।
এক আগে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে তাঁদের প্রেমের গল্প শুনিয়েছিলেন গৌরব। তিনি বলেছিলেন, বন্ধুত্বের পরে যখন তিনি অনুভব করেন ঋদ্ধিমাকেই জীবনসঙ্গী করবেন, তখন তাঁকে নিয়ে গিয়েছিলেন পাহাড়ে। ১৩ বছর পরে যেন পূর্ণতা পের গৌরব-ঋদ্ধিমার সেই স্বপ্ন যখন তাঁরা ছেলেকে নিয়ে ফিরে গিয়েছিলেন সেই শ্বেতশুভ্র সৌন্দর্য্যের কাছেই।
View this post on Instagram
আরও পড়ুন: Siddharth-Kiara: বিয়ের পরে প্রথম ক্রিসমাস, পার্টি সেরে সিদ্ধার্থ-কিয়ারার একান্ত মুহূর্ত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
