এক্সপ্লোর
'হেট স্টোরি ৪'-এর ট্রেলারে আকর্ষণ ঊর্বশী রউতেলা

মুম্বই: 'হেট স্টোরি ৪'-এর ট্রেলারে মোহময়ী ঊর্বশী রউতেলা। হেট স্টোরি সিরিজের এই চতুর্থ সিকোয়েলে ঊর্বশী ছাড়াও রয়েছেন জনপ্রিয় টেলিভিশন তারকা করণ ওয়াহি ও বিভান ভাঠেনা। ট্রেলারে করণ, ঊর্বশী ও বিভানের মধ্যে অন্তরঙ্গ দৃশ্য নিঃসন্দেহে উত্তাপ তৈরি করবে। ট্রেলার দেখেই স্পষ্ট, বিশাল পান্ড্য পরিচালিত এই সিনেমায় খোলামেলা দৃশ্য ও থ্রিলার রয়েছে। এর আগে হেট স্টোরি সিরিজের সব কটি সিনেমাই বলিউডের দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছে। বক্স অফিসে আয়ের নিরিখেও বলা যায়, এই সিরিজের সিনেমা সাফল্য পেয়েছে। এই সিরিজের সাম্প্রতিক সিনেমায় দর্শকদের কাছে বড় আকর্ষণ ঊর্বশী রউতেলা।এই ছবি বক্স অফিসে কেমন সাফল্য পায়, সেটাই এখন দেখার। আগামী ৯ মার্চ সিনেমাটি মুক্তি পেতে চলেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















