Lata Mangeshkar: কীভাবে সঙ্গীতজগতে লক্ষ্মীকান্ত-পেয়ারেলালকে পরিচয় করিয়েছিলেন লতা মঙ্গেশকর?
Naam Reh Jaayega: সদ্যই লতা মঙ্গেশকরের সাফল্যের পিছনে অজানা গল্প প্রকাশ্যে এনেছেন বোন আশা। এবার আশা ভোঁসলে জানালেন, কীভাবে সঙ্গীতজগতে লক্ষ্মীকান্ত-পেয়ারেলালকে পরিচয় করিয়েছিলেন লতা।
![Lata Mangeshkar: কীভাবে সঙ্গীতজগতে লক্ষ্মীকান্ত-পেয়ারেলালকে পরিচয় করিয়েছিলেন লতা মঙ্গেশকর? Here's How Lata Mangeshkar Introduced The Musical Duo Laxmikant–Pyarelal In The Music Industry, know in details Lata Mangeshkar: কীভাবে সঙ্গীতজগতে লক্ষ্মীকান্ত-পেয়ারেলালকে পরিচয় করিয়েছিলেন লতা মঙ্গেশকর?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/12/d20568e975b7fed84ebbb12e427c375e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: চলতি বছর প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর প্রয়াণ এখনো মন থেকে মেনে নিতে পারেন না অনুরাগীরা। সঙ্গীতজগতে তাঁর অবদান অনস্বীকার্য। 'নাম রেহ জায়েগা'র (Naam Reh Jaayega) এক একটি এপিসোডে উঠে আসছে লতা মঙ্গেশকরের নানা অজানা গল্প। কখনও আশা ভোঁসলে তো কখনও অন্য কোনও তারকা সুরসম্রাজ্ঞীকে নিয়ে স্মৃতিচারণা করছেন। সদ্যই লতা মঙ্গেশকরের সাফল্যের পিছনে অজানা গল্প প্রকাশ্যে এনেছেন বোন আশা (Asha Bhosle)। এবার আশা ভোঁসলে জানালেন, কীভাবে সঙ্গীতজগতে লক্ষ্মীকান্ত-পেয়ারেলালকে পরিচয় করিয়েছিলেন লতা।
লতা মঙ্গেশকরের অজানা গল্প-
'নাম রেহ জায়েগা'র সাম্প্রতিক এপিসোডে লতা মঙ্গেশকরের স্মৃতিচারণা করে আশা ভোঁসলে বলেন, সুরসম্রাজ্ঞী বলেছিলেন, 'আমি লক্ষ্মীকান্ত-পোয়ারেলালকে প্রথমবার শঙ্কর জয়কিষাণের কাছে নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম ওরা দুজনে অসাধারণ সুর তৈরি করেন। একবার শুনে দেখতে পারেন। পেয়ারেলাল নিজেও একজন সঙ্গীতশিল্পীর সন্তান। আমি নিজে ওর সঙ্গীত শুনেছি। জানি কত ছোট বয়স থেকে ও দুর্দান্ত বেহালা বাজায়। শুধু তাই নয়, আমি ওদের ছোটবেলা থেকে দুজনকেই চিনি। ওরা আমার বাড়িতে আসত, থাকত, খাওয়া দাওয়া করত। আমাকে অনুসরণ করত। আমার মনে আছে, একবার ওরা দুজনে আমার কাছে আসে আর বলে আমরা একটা ছবি করছি। শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আর ওদের প্রথম গান আমাকে গাওয়ার অনুরোধ জানায়। আমার মন ভরে গিয়েছিল। ওভাবেই ওদের সঙ্গীতজগতের জার্নি শুরু হয়েছিল।'
আরও পড়ুন - Pilu: মেকআপ ছাড়া পর্দার 'পিলু'র বাস্তবের ছবি দেখেছেন? চিনতে পারবেন তো?
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করোনা আক্রান্ত হন লতা মঙ্গেশকর। তারপর তাঁর নিউমোনিয়ার সমস্যা ধরা পড়ে। দুই রোগের প্রকোপে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাঝে কিছুটা সেরে উঠলেও সরস্বতী পুজোর দিন ফের অসুস্থ হয়ে পড়েন সুরসম্রাজ্ঞী। আর সরস্বতী পুজোর পরদিন সুরলোকে গমন করেন। অসংখ্য অনুরাগীর মন ভারাক্রান্ত হয়ে যায়। তিনি চলে গেলেও, তাঁর গান থেকে যাবে চিরকাল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)