তিন সপ্তাহ আগেই পরিযায়ী শ্রমিকদের সমর্থনে অনশন করেছিলেন ইরফান
প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের এই মানবিকতার গল্পই এখন সকলের মুখে মুখে।
মুম্বই: মাত্র তিন সপ্তাহ আগেই করোনা লকডাউনে আটকে পড়া গরিব, দিনমজুর ও পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। অসুস্থ শরীর নিয়েও শ্রমিকদের সমর্থনে করেছিলেন অনশন। প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের এই মানবিকতার গল্পই এখন সকলের মুখে মুখে।
I support this because I believe we need to change from the roots#gramsevasangha #oneworld pic.twitter.com/ecgY9v4wud
— Irrfan (@irrfank) April 9, 2020
মৃত্যুর কয়েকদিন আগে পর্যন্তও সক্রিয় ছিলেন সমাজসেবক ইরফান। দিনমজুরদের সমর্থনে এগিয়ে এসেছিলেন। ট্যুইটারে গত ৯ তারিখ লেখেন, তিনি ১০ তারিখের সকাল ৬টা থেকে সন্ধে ৬টা-- ১২ ঘণ্টার অনশনসূচিতে অংশ নেবেন। ওই ট্যুইটে তিনি অনশনের আয়োজক গ্রামসেবা সংঘকেও 'ট্যাগ' করেন। তাঁর পোস্টকে সমর্থন করেন সেক্রেড গেমস সিরিজের সহ-অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে।
কিন্তু, কে জানত, এই ভাল মানুষটা আর কিছুদিনের মধ্য়েই সকলকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন। ইরফানের মৃত্যুতে এদিন শোকস্তব্ধ গোটা বলিউড। বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থ হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন ইরফান খান।