Homestay Murders: পাহাড়ে গিয়ে খুনের ঘটনায় নাম জড়াল পার্নো, সৌরভ, অর্জুন, সোহিনীর, উত্তর লুকিয়ে 'হোম স্টে মাডারর্স'-এ
Homestay Murders Series: এই গল্প, সায়ন্তন ঘোষাল (Shayantan Ghoshal) পরিচালিত নতুন ওয়েব সিরিজ 'হোম স্টে মাডারর্স' (Homestay Murders)-এর।
কলকাতা: একটা হোম স্টে.. কয়েকজন মানুষ.. আর একটা খুনের পরিকল্পনা। আর তারপর একটা খুন। সন্দেহের তালিকায় রয়েছেন, সোহিনী সরকার (Sohini Sarkar), সৌরভ দাস (Saurav Das), অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty), পার্নো মিত্র (Parno Mittra), দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy), সবুজ বর্ধন (Sabuj Bardhan), ও যুধাজিৎ সরকার (Judhajit Sarkar)। খুন হয়েছেন, অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh)। সব গুলিয়ে যাচ্ছে? নাহ.. খুনে সঙ্গে বাস্তব জীবনে জড়িয়ে পড়েননি এই অভিনেতা অভিনেত্রীরা। সুস্থ আছেন অপরাজিতাও। এই গল্প, সায়ন্তন ঘোষাল (Shayantan Ghoshal) পরিচালিত নতুন ওয়েব সিরিজ 'হোম স্টে মাডারর্স' (Homest
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। সিরিজটি 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ১২ মে। এই সিরিজের গুরুত্বপূর্ ভূমিকায় রয়েছেন সোহিনী সরকার। অভিনেত্রী বলছেন, 'এর আগে আমি সায়ন্তন ঘোষালের সঙ্গে 'সম্পূর্ণা' (Shampurna) ওয়েব সিরিজে কাজ করেছি। আর তার পরেই এমন একটা খুনের রহস্যের গল্পে অভিনয় করা দারুণ অভিজ্ঞতা। হইচই-তে এই কাজটা করে ভীষণ ভাল লেগেছে। আশা করি মানুষ 'হোম স্টে মাডারর্স'-এর গল্পটা ভালবাসবেন।'
এই সিরিজে সৌরভের চরিত্রে নাম কিঞ্জল। নিজের চরিত্র নিয়ে অভিনেতা বলছেন, 'কিঞ্জল গোটা সিরিজেই একটা দারুণ আকর্ষণীয় চরিত্র। রহস্যময়ও বটে। আমি এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। একটা ছুটি কাটাতে গিয়ে খুনের ঘটনায় জড়িয়ে পড়া আর তারপরে গল্পের মোড়ে মোড়ে চমক.. এমন একটা ওয়েব সিরিজ আশা করি দর্শকদের মনে ধরবে।'
নিজের চরিত্র নিয়ে অর্জুন বলছেন, 'এই সিরিজের গোটা সফরটা ভীষণ মনে রাখার মতো। সিরিজটা এমন যে একেবারে প্রথম এপিসোড থেকেই টান টান উত্তেজনা থাকবে। একজন নয়, গোটা টিমটাই দারুণ কাজ করেছে। হইচই-এর সঙ্গে কাজ করা একেবারে ঘরের মানুষের মতোই।'
এই সিরিজ নিয়ে পরিচালক বলছেন, 'এই ধরনের কাজ করা যেমন একদিকে আনন্দের, অন্যদিকে বেশ চ্যালেঞ্জের। আমাদের লক্ষ্যই হল মানুষকে একেবারে টান টান একটি থ্রিলার উপহার দেওয়া যেটা মানুুষকে শেষ না করে শান্তি দেবে না। আর পাহাড়ে শ্যুটিং সবসময়েই একটা দুর্দান্ত অভিজ্ঞতা। '
View this post on Instagram
আরও পড়ুন: Heart Attack : হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?