এক্সপ্লোর
Advertisement
আমি সঙ্গীতশিল্পী নই, গান গাইতে ভয় পাই: বিগ বি
মুম্বই: ঋভু দাশগুপ্ত পরিচালিত 'তিন' ছবিতে শোনা যাবে বিগ্ বি-র নিজের গলায় গান। ফের ব্যারিটোন ভয়েসের সম্মোহনে মুগ্ধ হওয়ার পালা তাঁর দর্শকদের। কিন্তু গানে ভয় বিগ বি-র!
'তিন'-এর প্রচার অনুষ্ঠানে তিনি বলেন, আমি সঙ্গীতশিল্পী নই। আমাকে সেরকম ভাববেন না। গান গাওয়ার সময় বেশ ভয় পাই। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক ক্লিনটন সেরেজো। এই ছবিরও সঙ্গীত পরিচালনার ভার তাঁরই হাতে। বিগ বি বলেন, ক্লিনটনের থেকে ছয় ইঞ্চি দূরে বসে তাঁর এসব নিয়ে কথা বলতেও বেশ ভয় করছে।
অমিতাভ জানান, জনসমক্ষে গান গাইতে বেশ লজ্জা পান তিনি। বলেন, আমি ভীষণই আত্মসচেতন। তাই যে স্টুডিওতে স্বচ্ছন্দ বোধ করি, সেখানেই গান রেকর্ডিং করি। তিনি বলেন, মিউজিসিয়ানদের সাহায্যেই চটজলদি রেকর্ডিং-এর কাজ সেরে ফেলতে পারেন। রেকর্ডের জন্য প্রয়োজনীয় সব কিছু জোগান দেন তাঁরা। রেকর্ডিং পছন্দ না হলে 'রাবিশ' বলে তা বাতিলও করে দেন। ফের নতুন করে তাঁদের নির্দেশে গান গাইতে হয়।
প্রসঙ্গত, 'তিন'-এ 'কিউ রে' গানটি নিজেই গেয়েছেন অমিতাভ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত যতটুকু অমিতাভের গলায় রেকর্ড করা হয়েছে, সবটাই বাতিল করে দিয়েছেন ক্লিনটন। পরিচালক ঋভু জানিয়েছেন, রেকর্ডিং-এর সময় ক্লিনটনকে স্টুডিওতে পাঠাবেন তিনি। তা শুনে আরওই ভয় পেয়ে গিয়েছেন বিগ বি।
আগের গানগুলির মতো এই গানের রেকর্ডিং বচ্চনের কাছে খুব একটা সহজ হচ্ছে না। তাঁর মতে, এই গানটা 'টেরিবল'। কিন্তু তাঁকে অভয় দিয়েছেন ক্লিনটন। তিনি তাঁকে জানিয়েছেন, তাঁর মেশিনে অমিতাভের গলাটা খুব ভালো শোনাবে। সেই শুনে রসিকতা করে অমিতাভ বলেন, আপনারা যেটা শুনবেন, তা 'মেশিন ভার্সান'। আমার গানটা ভীষণই 'বেসুরা'।
ওই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালান এবং এক পুরোহিতের চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement