এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
মুম্বইয়ে যখন পা রাখি, আমার কাছে মাত্র ৫০০ টাকা ছিল, সংগ্রামের দিনগুলি স্মরণ করলেন দিশা পাটানি
মুম্বই: বাগি ২ সুপারহিট হতে চলেছে। এই সময় তাঁর মুম্বইয়ে প্রথম আসার দিনগুলির কথা বললেন দিশা পাটানি।
দিশা বলেছেন, বলিউডে আসার জন্য কলেজের পড়া ছেড়ে দিয়ে মুম্বই এসেছিলেন তিনি। শুধু অডিশন দিতেন কারণ বাড়ির ভাড়া দেওয়ার চাপ ছিল। এখানে কাউকে চিনতেনও না। একা থাকতেন, রোজগার করতেন, কখনও বাবা মায়ের কাছে হাত পাতেননি। মাত্র ৫০০ টাকা পকেটে নিয়ে চলে আসেন এই শহরে। একটা সময় হাতে কোনও টাকা ছিল না। অসংখ্য বিজ্ঞাপনের অডিশন দিয়েছেন, কারণ এক মাসে রোজগার না হলে সে মাসের ভাড়া দিতে পারবেন না।
দিশা জানিয়েছেন, মুম্বইয়ে তাঁর কোনও বন্ধু ছিল না। তাই কাজ, ঘরে ফেরা আর ঘুমনো ছাড়া কিছু করার থাকত না তাঁর। মাঝে মাঝে ভাবতেন তাঁর জীবনের উদ্দেশ্য নিয়ে। এভাবেই চলছিল, যতদিন না সিনেমায় সুযোগ পেয়েছেন।
দিশার লক্ষ্য এমন ছবি করা যাতে তাঁর সম্পর্কে মানুষের ধারণা পাল্টা, তাঁর অভিনয় ক্ষমতা বাড়ে। তিনি চান, মানুষ তাঁকে চিনুক শিল্পী হিসেবে। তিনি জানিয়েছেন, যেহেতু তিনি ফিল্মি পরিবারের নন, তাই কোন ছবি হিট করবে, কোনটা করবে না বুঝতে পারেন না। তাই প্রচণ্ড সাবধান থাকতে হয় তাঁকে। সে জন্য ৩ বছরের বেশি দীর্ঘ কেরিয়ারে এখনও করেছেন মাত্র ৩টে ছবি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement