এক্সপ্লোর
Advertisement
ইদের দিন সুইমিং পুলে খালি গায়ে বিয়ার পান! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সেফ আলি খান পুত্র ইব্রাহিম
মুম্বই: দিদি সারা আলি খান কেদারনাথ-এর শ্যুটিং শেষ করেছেন। হাতে এসে গিয়েছে নতুন ছবি সিম্বা। ভাই ইব্রাহিম ঠিক কী করেন স্পষ্ট নয়, পার্টিতে বন্ধুদের সঙ্গে মজা করতেই বেশি দেখা গিয়েছে তাঁকে।
সংবাদমাধ্যমের নজরের বাইরে থাকতেই পছন্দ করেন ইব্রাহিম। শেষ তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন গত বছর পয়লা ডিসেম্বর। পাক্কা ৬ মাস পর তিনি ফের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলেন কিন্তু এতদিন পর দর্শন পেয়ে লোকে ধন্য ধন্য করল কম, ধিক্কার দিল বেশি।
যে ছবি ইব্রাহিম পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, তিনি পুলের মধ্যে খালি গায়ে, হাতে বিয়ারের ক্যান। সঙ্গে ক্যাপশন, টাইম উইল টেল।
[embed]https://www.instagram.com/p/BkFeZNHhtyq/?taken-by=iakpataudi[/embed]
ব্যাস, কাজে নেমে পড়ে সোশ্যাল মিডিয়া। শুরু হয়ে যায় ইদের দিন বিয়ার নিয়ে খালি গায়ে ছবি তোলার জন্য ইব্রাহিমকে ধিক্কার। দেখুন তারই কিছু নমুনা।
অবশ্য অনেকে সমর্থনও করেছেন তাঁকে।
ছবি টবির কথা বাদ দিলে ইব্রাহিম অবশ্য হুবহু মনে করিয়ে দেন নব্বইয়ের দশকের তরুণ সেফ আলি খানকে। ছেলের মুখে কেটে বসানো তার বাবার মুখ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement