এক্সপ্লোর
Advertisement
ভারতের পাসপোর্টের জন্য আবেদন করেছেন, ‘আমি ভারতীয়’, বললেন অক্ষয়
গত কয়েক মাসে অক্ষয়ের বলিউডের বন্ধুমহলও তাঁর পক্ষ নেয় নাগরিকত্বের ইস্যুতে। মে মাসে প্রবীণ অভিনেতা অনুপম খের ট্যুইট করে অক্ষয়কে অভয় দেন, যে মুষ্টিমেয় লোকজন তাঁর এ দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তুলছে, তাদের জবাব দেওয়ার দায় নেই তাঁর।
নয়াদিল্লি: বলিউডে অভিনয় করেন, কিন্তু তিনি সত্যিই ভারতীয় নাগরিক কিনা, তা নিয়ে কৌতূহল, জল্পনা অব্যাহত। এ বছর পরপর ছবি রিলিজ হয়েছে অক্ষয় কুমারের। তাঁর ছবি ঘিরে যেমন ভক্তদের আগ্রহ স্বাভাবিক, তেমনই তাঁর নাগরিকত্ব নিয়েও চর্চা চলছেই। শোনা গিয়েছিল, আদতে তিনি কানাডার নাগরিক, সেদেশের পাসপোর্ট আছে। এ নিয়ে প্রশ্নও ওঠে। অক্ষয় কিন্তু গত মে মাসে নিজেই তাঁর নাগরিকত্বের ব্যাপারে মুখ খুলে বলেছিলেন, কেন লোকের এ নিয়ে এত অবাঞ্ছিত কৌতূহল, নেতিবাচক প্রচার, তিনি বোঝেন না।
গত কয়েক মাসে অক্ষয়ের বলিউডের বন্ধুমহলও তাঁর পক্ষ নেয় নাগরিকত্বের ইস্যুতে। মে মাসে প্রবীণ অভিনেতা অনুপম খের ট্যুইট করে অক্ষয়কে অভয় দেন, যে মুষ্টিমেয় লোকজন তাঁর এ দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তুলছে, তাদের জবাব দেওয়ার দায় নেই তাঁর।
আজ এক অনুষ্ঠানে অক্ষয় নিজের নাগরিকত্ব ইস্যুতে বলেন, আমি ভারতীয়। লোকে এ নিয়ে সংশয় প্রকাশ করলে কষ্ট পাই। আমি ভারতের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছি।
অক্ষয় স্মরণ করেন, তাঁর ছবি বাজার পাচ্ছিল না, তিনি অভিনয়ের পাশাপাশি অন্য কিছু করার কথাও ভাবছিলেন। সেসময় তাঁর খুব কাছের এক বন্ধুই তাঁকে কানাডায় একসঙ্গে কিছু করার প্রস্তাব দেন। সে কারণেই তিনি সে দেশের পাসপোর্ট গ্রহণের প্রক্রিয়া শুরু করেন। তিনি ভেবেছিলেন, তাঁর কেরিয়ার শেষ হতে বসেছে। যদিও পরে সুদিন ফেরে, তবে তিনি কখনও পাসপোর্ট বদলের কথা ভাবেননি।
অক্ষয়, করিনা কপূর অভিনীত ছবি ‘গুড নিউজ’-এর মুক্তি সামনেই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement