এক্সপ্লোর
Advertisement
ভুগছিলেন কিডনির ক্যানসারে, মারা গেলেন কল্পনা লাজমি
মুম্বই: মারা গেলেন পরিচালক কল্পনা লাজমি। ভুগছিলেন কিডনির ক্যানসারে, বয়স হয়েছিল ৬১। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ ভোর সাড়ে চারটে নাগাদ তাঁর মৃত্যু হয়।
এবিপি আনন্দকে কল্পনার মৃত্যুর খবর দিয়েছেন পরিচালক মহেশ ভট্টের স্ত্রী সোনি রাজদান। অভিনেত্রী হুমা কুরেশিও সোশ্যাল মিডিয়ায় কল্পনার আত্মার শান্তি কামনা করেছেন। রুদালি-র পরিচালক ভর্তি ছিলেন মুম্বইয়ের ধীরুভাই অম্বানি হাসপাতালে। কিডনির পাশাপাশি লিভারেরও সমস্যা ছিল তাঁর। ৩ বছর ধরে তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন। শেষ ৩ মাসে তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে।
গত নভেম্বরে অসু্স্থ কল্পনাকে ভর্তি করা হয় কোকিলাবেন হাসপাতালে। অত্যন্ত দুর্বল ছিলেন তিনি। হৃদস্পন্দন কম ছিল, ক্যানসারের জেরে কিডনিও কাজ করছিল না। চিকিৎসার জন্য তাঁকে আর্থিক সাহায্য করেন বেশ কয়েকজন বলিউড তারকা। পরিচালক অশোক পণ্ডিত জানান, ইন্ডিয়ান ফিল্মস অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন, আমির খান ও রোহিত শেট্টি নভেম্বরে তাঁর হাসপাতালের খরচ দেন। বলিউডের বেশ কয়েকটি ছবি পরিচালনা করেছেন কল্পনা। তাঁর পরিচালিত বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে এক পল, রুদালি, দরমিয়াঁ, কিঁউ, চিঙ্গারি প্রভৃতি। লোহিত কিনারে টেলিভিশন সিরিয়ালটিও পরিচালনা করেন তিনি।Deeply saddened... at around 4:30 am today morning #KalpanaLajmi passed away .. May she rest in peace.
— Huma Qureshi (@humasqureshi) September 23, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement