এক্সপ্লোর
Advertisement
‘বাহুবলী’ প্রভাস বলিউডে একমাত্র কঙ্গনার সঙ্গেই রোম্যান্স করেছেন, এমনকি তাঁদের শ্যুটের সময় মারাত্মক ঝামেলাও হয়েছিল!
মুম্বই: এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী-২’ ভারতীয় সিনেমার ইতিহাসে একের পর এক রেকর্ড সৃষ্টি করছে। এমনকি ‘বাহুবলী-২’র সৌজন্যে এই ছবি হাজার কোটির ক্লাবেও প্রবেশ করেছে। আর ছবির সাফল্যে যেমন রেকর্ড সংখ্যক বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস, তেমনই বাড়িয়ে দিয়েছেন তাঁর পারিশ্রমিকের পরিমাণও। বলতে পারা যায় এখন সাফল্যে শিখরে কার্যত পৌঁছে গেছেন প্রভাস।
তবে জানেন কি ‘বাহুবলী’ খ্যাত প্রভাস বলিউডে একমাত্র একজন অভিনেত্রীর সঙ্গেই এখনও পর্যন্ত রোম্যান্স করেছেন। হ্যাঁ, সেই বলিউড অভিনেত্রী হলেন কঙ্গনা রানাউত। দুজনে একসঙ্গে একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন আজ থেকে আট বছর আগে।
কঙ্গনা একটাই তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন। পুরু জগনাধ পরিচালিত ওই ছবিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করেছিলেন প্রভাস। ‘এক নিরঞ্জন’ নামের ওই ছবির শ্যুটিংয়ের সময় দুজনের মধ্যে মারাত্মক ঝগড়াও হয়ে যায়। ঝামেলাটা এতটাই মারাত্মক ছিল যে দুজনে শ্যুটিংয়ের সময় সেটে একটা কথাও বলতেন না।
এমনকি ‘রেঙ্গুন’ ছবির মুক্তির আগে এক সাক্ষাত্কারে সেকথা স্বীকারও করেন কঙ্গনা। তবে প্রভাসকে তাঁর সাফল্যের জন্যে শুভেচ্ছা জানাতে ভোলেননি বলিউড কুইন।
‘এক নিরঞ্জন’ ছবিটি হিন্দিতেও ডাব করে মুক্তি পায় ‘এক হি রাস্তা-দ্য পাওয়ার’ নামে। ইউটিউবে পাওয়াও যাচ্ছে সে ছবির লিঙ্ক
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement