এক্সপ্লোর
আদিত্য পাঞ্চোলির পর কঙ্গনার বিরুদ্ধে এবার বিস্ফোরক হৃত্বিক, যৌন উত্তেজক মেসেজ পাঠানোর অভিযোগ

মুম্বই: সপ্তাহখানেক আগেই আদিত্য পাঞ্চোলি ও তাঁর স্ত্রী জারিনা ওয়াহাবের যৌথ আক্রমণের মুখে পড়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি এক টিভি শোয়ে হৃত্বিক রোশন এবং তাঁর সম্পর্ক, এছাড়া আদিত্যর কঙ্গনার ওপর চালানো নির্যাতন নিয়ে বহুদিন ফের সরব হন অভিনেত্রী। আক্রমণ, পাল্টা আক্রমণ দেখেছে সারা দেশ। সেসময় চুপ থাকলেও, ফের মুখ খুললেন হৃত্বিক। সূত্রের খবর, অভিনেত্রীর বিরুদ্ধে একটি ২৯ পাতার অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। সেখানেই হৃত্বিক দাবি করেছেন, তাঁকে লাগাতার বিরক্ত করা হত, চলত কড়া নজরদারি। এমনকি বিভিন্ন সময় যৌন উত্তেজক মেসেজ এবং মেইল পাঠানো হত। সেখানে কঙ্গনা হৃত্বিককে তাঁর চিরন্তন প্রেমিক হিসেবেও বর্ণনা করেছেন। তবে ভদ্রতাবশত সেই সমস্ত মেইলের কোনও জবাব দেননি তাঁর মক্কেল, দাবি হৃত্বিকের আইনজীবীর। একটি সূত্রের দাবি, হৃত্বিকের আইনজীবী মহেশ জেঠমালানি এপ্রিলে এই অভিযোগ দায়ের করেন।সেখানেই দাবি করা হয়, হৃত্বিক-কঙ্গনার প্রথম দেখা ২০০৯ সালে কাইট ছবির জন্যে। এরপর তাঁরা একসঙ্গে কৃশ থ্রি ছবিটি করেছেন। কিন্তু এরপরই তাঁদের সম্পর্কে তিক্ততা আসতে শুরু করে। কারণ কঙ্গনার অস্বাভাবিক আচরণ এবং প্রকাশ্যে বিভিন্ন মন্তব্য। সেই অভিযোগে কঙ্গনার বোন রঙ্গোলির পাঠানো একটি মেইলের কথা উল্লেখ করেও হৃত্বিকের আইনজীবী দাবি করেন, তাঁর বোন অভিযোগ তুলেছিলেন অভিনেতা কঙ্গনাকে মানসিকভাবে ধর্ষণ করছেন। এধরনের ভিত্তিহীন অভিযোগের সমাধান খুঁজতে প্রথমে তাঁরা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজলেও, পরে তাঁর মক্কেল বুঝেছিলেন কঙ্গনার মানসিক অবস্থা ঠিক নেই। তখনই দুতরফের মধ্যে শুরু হয় আইনি লড়াই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















