Kapil Sharma on Lohri: 'দ্য কপিল শর্মা শো'-এ লোরি উদযাপন, হাজির হবেন একঝাঁক তারকা
Kapil Sharma on Lohri: জস্সির বিখ্যাত গান 'গুর নালো ইশক মিঠা' থেকে, জসপিন্দর নারুলার সিনেমায় আসার সময় থেকে প্রয়াত জগজিৎ সিংহের জন্য তাঁর প্রথম গান গাওয়া, আড্ডায় উঠে আসবে একাধিক গল্প, মজা, আনন্দ।
নয়াদিল্লি: এই সপ্তাহ শেষে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের (Sony Entertainment Television) বিখ্যাত শো 'দ্য কপিল শর্মা শো'-তে (The Kapil Sharma Show) উদযাপিত হবে পবিত্র উৎসব 'লোরি' (Lohri)। কে কে অনুষ্ঠানে হাজির থাকবেন? সঞ্চালক কপিল শর্মার (Kapil Sharma) সঙ্গে উপস্থিত থাকবেন অভিনেত্রী দিব্যা দত্ত (actress Divya Dutta) ও গায়ক জসবীর জস্সি, গায়িকা জসপিন্দর নারুলা (singers Jaspinder Narula and Jasbir Jassi)।
জস্সির বিখ্যাত গান 'গুর নালো ইশক মিঠা' (Gur Nalon Ishq Mitha) থেকে শুরু করে সকলকে নাচানো, জসপিন্দর নারুলার চলচ্চিত্র শিল্পে আসার সময় থেকে প্রয়াত জগজিৎ সিংহের জন্য তাঁর প্রথম গান গাওয়া, আড্ডায় উঠে আসবে একাধিক গল্প, মজা, আনন্দ। দিব্যা দত্ত শোনাবেন 'দ্য স্টারস ইন মাই স্কাই' নামে একটি বই লিখে লকডাউন কীভাবে কাজে লাগিয়েছেন সে কথা।
অনুষ্ঠানের সকল কলাকুশবী কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, সুদেশ লেহরি এবং চন্দন প্রভাকর মঞ্চে এসে তাঁদের অভিনয়ের মাধ্যমে সকলকে হাসাবেন।
আরও পড়ুন: Jaya Ahsan Update: লন্ডনে 'ভ্যানগগে মোড়া' দিন কাটাচ্ছেন অভিনেত্রী জয়া এহসান, শেয়ার করলেন ছবি-ভিডিও
অন্যদিকে আজই বড় ঘোষণা হয়েছে কপিল শর্মাকে নিয়ে। এবার আসতে চলেছে কপিল শর্মার বায়োপিক (Biopic on Kapil Sharma)। 'ফুকরে' (Fukrey) পরিচালক মৃগদীপ সিংহ লাম্বার (Mrighdeep Singh Lamba) পরিচালনায় তৈরি দেশের অন্যতম জনপ্রিয় 'কমেডি কিং'-এর বায়োপিক। ফিল্ম সমালোচক তরণ আদর্শ ঘোষণা করলেন এই আগামী ছবির কথা। ছবির নাম 'ফানকার'।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরণ জানান, 'ফুকরে' পরিচালক তৈরি করবেন কপিল শর্মার বায়োপিক। ছবির প্রযোজনার দায়িত্বে থাকবে লাইকা প্রোডাকশনস।
তবে ছবিতে মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন সেই ব্যাপারে কোনও তথ্য মেলেনি এখনও। আপাতত কপিল শর্মার ভক্তরা বেজায় উচ্ছ্বসিত। ছবিতে নিজের নাম চরিত্রে কপিলই অভিনয় করেন কি অন্য কাউকে সেই গুরু দায়িত্ব দেওয়া হয় সেটাই দেখার।